কলকাতা: মসজিদে একসঙ্গে যশ দাশগুপ্ত ও নুসরত জাহান। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালেন দুজনেই। ওড়নায় মাথা ঢাকলেন নুসরত, টুপি রইল যশের মাথাতেও। ছবি পোস্ট করে দুজনেই লিখলেন 'রমজান মুবারক'
রমজানে যশ-নুসরত
ধর্মের বিষয়ে কখনোই গোঁড়া নন নুসরত। সমস্ত ধর্মের অনুষ্ঠানই পালন করতে দেখা যায় তাঁকে। অন্যদিকে স্ত্রীয়ের সমস্ত কাজেই তাঁকে সঙ্গ দেন যশ। আজ নুসরতের সঙ্গে মসজিদে প্রার্থনা করতেও গিয়েছিলেন তিনি। সেখান থেকে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন তাঁরা।
এই প্রথম নয়, এর আগেও একসঙ্গে দরগায় দেখা গিয়েছে যশ নুসরতকে। সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে নিয়েছিলেন যশ। গানের সঙ্গে সেখানে দেখা গিয়েছে যশ ও নুসরতকে। দরগায় একসঙ্গে সময় কাটাচ্ছেন তাঁরা। পুজো দেওয়ার পরে পায়রাদের দানা খাওয়াতে দেখা গেল তাঁদের। তারপর আইসক্রিমের গাড়ি থেকে পথশিশুদের হাতে আইসক্রিম তুলে দিলেন নুসরত। তাঁর মুখে পরিতৃপ্তির হাসি। আল্লাদে আটখানা শিশুরাও।
আরও পড়ুন: 'একটু থ্রিলে, জাস্ট চিলে একেন'
ফের বিদেশ সফরে গিয়েছিলেন যশ দাশগুপ্ত (Yash Dashgupta) ও নুসরত জাহান (Nusrat Jahan)। সোশ্যাল মিডিয়ায় বিমানবন্দর থেকে ছবি শেয়ার করে নিয়েছিলেন তাঁরা। বিদেশ থেকে ছবি শেয়ার করে নিয়েছিলেন তাঁরা। ফ্লোরাল পোশাকে ঝলমল করছেন নুসরত। সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত ছবি শেয়ার করে নিয়েছেন নায়িকা।
কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় যশের সঙ্গে ছবি ভাগ করে নিয়েছিলেন নুসরত। সেখানে দেখা গিয়েছিল, একে অপরের কাছাকাছি নুসরত জাহান ও যশ দাশগুপ্ত। সোশ্যাল মিডিয়ায় এই প্রথম এতটা অকপট তাঁরা। মুখে হাসি, একে অপরের চোখে যেন হারিয়ে গিয়েছেন টলিউডের সম্ভবত সবচেয়ে চর্চিত জুটি। বসন্তের অর্থ যেন 'যশরত'-এর নতুন এই ছবি। সোশ্যাল মিডিয়ায় একই ছবি শেয়ার করে নিয়েছিলেন যশও। তবে কিছুক্ষণ পরেই ছবিটি ডিলিট করে দেন তিনি। শেয়ার করা ছবির সঙ্গে নুসরত লেখেন, 'শেষদিন রাতের গল্প।'
" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">