ইসলামাবাদ: গদি বাঁচাতে পারবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান? (Pakistan Prime Minister Imran Khan) পাক জাতীয় সংসদে (Pakistan National Assembly) আজ অনাস্থা প্রস্তাবের (No-confidence motion) মুখোমুখি হবেন ইমরান খান। ক্ষমতা হারানোর মুখে দাঁড়িয়ে ঘরে-বাইরে চাপে পাক প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই পাক জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (Pakistan Tehreek-e-Insaf)। তাদের জোটসঙ্গী জোটসঙ্গী এমকিউএম-পি হাত মিলিয়েছে বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টির সঙ্গে। ফলে পাকিস্তানের জাতীয় সংসদে বিরোধীরাই এখন সংখ্যাগরিষ্ঠ। তবে এই পরিস্থিতিতেও হাল ছাড়তে নারাজ ইমরান খান। লড়াইয়ের বার্তা দিয়েই আজ অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হতে চলেছেন তিনি।


অনাস্থা প্রস্তাব নিয়ে পাক জাতীয় সংসদে অশান্তির আশঙ্কায় ইসলামাবাদজুড়ে জারি হয়েছে ১৪৪ ধারা। 


সাংসদদের বার্তা ইমরান খানের


পাকিস্তানের রেডিওতে প্রচারিত খবর অনুযায়ী, ইমরান খান এর আগে তাঁর দলের সাংসদদের ভোটাভুটি থেকে বিরত থাকা বা জাতীয় সংসদে হাজির না হওয়ার বার্তা দিলেও, শেষমুহূর্তে অবস্থান বদল করে আজ সংসদে হাজির হয়ে ভোট দেওয়ার নির্দেশ দিয়েছেন।


বিরোধীদের আক্রমণ পাক প্রধানমন্ত্রীর


অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হওয়ার আগে বিরোধীদের আক্রমণ করেছেন পাক প্রধানমন্ত্রী। তাঁর ট্যুইট, ‘আজ আমরা সত্য ও দেশাত্মবোধের পক্ষে লড়াই করছি আর বিরোধীরা মিথ্যা ও দেশদ্রোহের পক্ষে।’


ইমরান খানকে আক্রমণ শাহবাজ শরিফের


পাকিস্তানের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের বিরোধী দলনেতা শাহবাজ শরিফ দাবি করেছেন, ‘দেশকে বিভক্ত করে দিচ্ছেন ইমরান খান। তিনি দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন।’


লন্ডনে আক্রান্ত নওয়াজ শরিফ


পাকিস্তানে আস্থাভোটের আগে লন্ডনে আক্রান্ত হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। গতকাল লন্ডনে নওয়াজের দফতরের বাইরে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের কর্মীরাই হামলা চালিয়েছে বলে অভিযোগ নওয়াজ-কন্যা মরিয়ম শরিফের। হামলাকারীদের বাধা দিতে গেলে নওয়াজের দেহরক্ষী আহত হন। আহত দেহরক্ষীর ছবিও তাঁর ট্যুইটার হ্যান্ডলে পোস্ট করেছেন মরিয়ম।