মুম্বই: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ন’য়ের দশকের জনপ্রিয় গায়ক লাকি আলির গাওয়া ‘ও সনম’ গানটি। দু’দশকেরও বেশি সময় আগে প্রথমবার গানটি গেয়েছিলেন লাকি। সেটি নিয়ে এখন নতুন করে তোলপাড় শুরু হয়েছে। অনেকে এই গান ফের শুনে নিজেদের শিশু বা কৈশোর বয়সের কথা ভেবে আবেগমথিত হয়ে পড়ছেন, অনেকে আবার প্রথমবার গানটি শুনে মুগ্ধ। গানটির সুরের পাশাপাশি কথাও সঙ্গীতপ্রেমীদের নতুন করে আকর্ষণ করছে।


সম্প্রতি সাদ খান নামে এক চিত্রগ্রাহক নিজের ইনস্টাগ্রাম ও ইউটিউব পেজে ‘ও সনম’ গানটির ভিডিও শেয়ার করেন। পরে লাকিও নিজের ইনস্টাগ্রাম পেজে সেই ভিডিও শেয়ার করেন। অচিরেই নতুন করে জনপ্রিয় হয়ে উঠেছে গানটি। সাধারণ সঙ্গীতপ্রেমীদের পাশাপাশি অভিনেতা রাহুল দেব, বিগ বস-খ্যাত ইজাজ খান সহ অনেক তারকাই লাকির গানটির প্রশংসা করেছেন। অনেকে আবার উৎসাহের বশে লাকিকে ‘সর্বকালের সেরা গায়ক’ আখ্যাও দিয়েছেন।

লাকির এখন বয়স ৬২ বছর। তাঁর গান এখন আর সেভাবে শোনা যায় না। তবে ১৯৯৬ সালে প্রকাশিত হওয়া অ্যালবাম ‘শুনো’-র গানটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হওয়ার পর অনেকেই সোশ্যাল মিডিয়ায় নেহা কক্কর, তাঁর ভাই টনি কক্কর, বাদশার মতো গায়কদের তীব্র কটাক্ষ করছেন। লাকির গাওয়া আরও কয়েকটি জনপ্রিয় গানও নতুন করে শুনছেন অনেকে।