শ্যুটিংয়ের সেটে চোট, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে সইফ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Jun 2016 12:15 PM (IST)
মুম্বই: শ্যুটিংয়ের সেটে বুড়ো আঙুলে চোট পেয়েছেন অভিনেতা সইফ আলি খান। হাসপাতালে অস্ত্রোপচার হয় তাঁর। এখন সুস্থ রয়েছেন অভিনেতা। আসন্ন ছবির শ্যুটিংয়ের সেটে অভিনয়ের সময় আঙুলে চোট পান সইফ। অপারেশনের জন্য কোকিলাবেন অম্বানি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সুস্থ রয়েছেন তিনি। আগামীকাল বা তার পরের দিন হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হবে। সইফের বোন সোহা আলি খানও জানিয়েছেন, তাড়াতাড়ি সেরে উঠছেন তাঁর দাদা। ডাক্তারের পরামর্শ মতোই সমস্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। উল্লেখ্য, এবারই প্রথম নয়, এর আগেও শ্যুটিং চলাকালীন জখম হয়েছেন সইফ। বিশাল ভরদ্বাজের ছবি 'রঙ্গুন'-এর সেটে হাতে চোট লাগে তাঁর। 'এজেন্ট বিনোদ'-এর শ্যুটিংয়ে একটা অ্যাকশন সিক্যোয়েন্সে অভিনয়ের সময়ও আঘাত লাগে তাঁর।