কলকাতা: শ্যুটিং হয়েছিল বছরের শুরুতেই। আর এবার মুক্তি পেল সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty), ঐন্দ্রিলা সেন (Oindrila Sen), সাহেব ভট্টাচার্য (Saheb Bhattacharyya)-র অভিনীত 'শ্বেতকালী' ওয়েব সিরিজের পোস্টার। জিফাইভের (Zee Five) ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ছবি।
জি ৫-এর নতুন ওয়েব সিরিজ 'শ্বেত কালী'-তে অভিনয় করছেন সৌরভ। সানি ঘোষ পরিচালিত রহস্য রোমাঞ্চ এই সিরিজে একটি পরিবারের গল্প বলবে। কিন্তু শুধুই পরিবার নয়, সেই পরিবারের সঙ্গে জড়িয়ে থাকবে অতিপ্রাকৃত সব ঘটনা। পুরনো বাড়ির দেওয়াল ভেঙে বেরিয়ে আসা একটা সাদা কালীমূর্তিকে ঘিরেই মোড় ঘুরবে গল্পের।
কেবল সৌরভ নয়, সানির ওয়েব সিরিজে অভিনয় করছেন টলিউডের এই প্রজন্মের এক ঝাঁক তারকা। সাহেব ভট্টাচার্য, সমদর্শী দত্ত, দেবলীনা কুমার, ঐন্দ্রিলা সেনের মতো তারকারা। তবে কেবল এখনকার তারকারা নয়, ওয়েব সিরিজে দেখা যাবে অরিন্দম গঙ্গোপাধ্যায়, দেবদূত ঘোষ, রানা বসু ঠাকুরের মত অভিনেতাদেরও।
আরও পড়ুন: Iman Mithila: ইমন-মিথিলার ছবি এবার প্রদর্শিত হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে
সদ্য মুক্তি পেয়েছে এই ছবির পোস্টার। সেখানে দেখা গিয়েছে ঐন্দ্রিলা, সৌরভ ও সাহেবকে। পোস্টারে ৩ জনের মুখেই চিন্তার ছাপ। সদ্য একগুচ্ছ নতুন ছবি ও সিনেমার ঘোষণা করেছে জিফাইভ। তার মধ্যে 'শ্বেতকালী' অন্যতম।
'ভূতের ভবিষ্যত' ছবিতে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন সমদর্শী। তারপর দীর্ঘদিন পর্দায় দেখা যায়নি তাঁকে। কিন্তু ফের কাজ শুরু করেছেন তিনি। ইতিমধ্যেই বেশ কিছু কাজ সেরে ফেলেছেন। অন্যদিকে এই ছবিতে রয়েছেন ঈন্দ্রিলা সেনও। আপাতত টলিউডের ব্যস্ত নায়িকা তিনিও। সম্প্রতি বেশ কিছুটা ওজন ঝরিয়েছেন তিনি। একাধিক ছবির কাজ রয়েছে তার হাতে। এছাড়াও ছবিতে রয়েছেন দেবলীনা কুমার ও সাহেব ভট্টাচার্য। তারা প্রত্যেকেই এই প্রজন্মের।