মণিরত্নম পরিচালিত, এ আর রহমানের সুর দেওয়া ক্লাসিক ‘বম্বে’-র হাম্মা হাম্মা গান নিজেদের মত করে নির্মাণ করেছেন ‘ওকে জানু’-র নির্মাতারা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পর ২৪ ঘণ্টা কাটার আগেই গানটির দর্শকসংখ্যা ৫০লাখ ছাড়িয়ে গেছে।
৩.১৫ মিনিটের গানটিতে নিজস্ব ছোঁয়া রেখেছেন তানিশক বাগচি ও বাদশা। কোরিওগ্রাফিতে ভৈরবী মার্চেন্ট। ‘আশিকি টু’-র জুটি তাঁদের যথাসাধ্য করেছেন কিন্তু আসল গানের সঙ্গে তুলনা এসেই পড়ে। আপনিই দেখে বলুন, পুরনোর সঙ্গে তুলনা করে নতুনকে কত নম্বর দিতে পারবেন।