নয়াদিল্লি: বহু প্রতীক্ষা, সমালোচনা পেরিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'ওহ মাই গড ২' (Oh My God 2)। অক্ষয় কুমার (Akshay Kumar) অভিনীত এই ছবি প্রথম দিনে মোটামুটি ভালই ব্যবসা  (opening day collection) করেছে। জাতীয় বাজারে এই ছবি যদিও সানি দেওলের (Sunny Deol) 'গদর ২'-এর (Gadar 2) সঙ্গে লড়াই করছে। তবে ইতিবাচক রিভিউ এবং মানুষের মুখের কথাতেই এই ছবি প্রথম দিয়ে দুই অঙ্কের সংখ্যা লাভ করেছে। কত হল শুক্রবারের আয়?


'OMG 2' ছবির প্রথম দিনের আয় কত?


অক্ষয় কুমার, পঙ্কজ ত্রিপাঠী ও ইয়ামি গৌতম অভিনীত 'ওহ মাই গড ২' ছবির অপেক্ষায় ছিলেন দর্শক। প্রথম দিনে দেশের বাজারে এই ছবি ১০.২৬ কোটি টাকার ব্যবসা করেছে। 


১১ অগাস্ট একইসঙ্গে প্রেক্ষাগৃহে অক্ষয় কুমারের 'ওহ মাই গড ২' ও সানি দেওলের 'গদর ২' মুক্তি পেয়েছে। প্রথম দিনে অক্ষয় কুমারের ছবি বেশ ভালই ব্যবসা করেছে যদিও এই ছবি 'A' ছাড়পত্র পেয়েছে সেন্সর বোর্ডের তরফে। অক্ষয় কুমারের শেষ কিছু ছবির তুলনায় ভালই ব্যবসা এটি। 


শুক্রবার, 'ওহ মাই গড ২', মোটের ৩৭.৫৩ শতাংশ আয় করে ফেলেছে। ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'আশার থেকে বেশ অনেকটাই ভাল ফল করেছে 'ওহ মাই গড ২' যদিও আয়ের পরিমাণের বিপুল প্রভাব পড়েছে সানি দেওলের 'গদর ২' ছবির। সন্ধ্যার ও রাতের শোয়ে মাল্টিপ্লেক্সগুলিতে টিকিট বুকিং বেশি হয়েছে, যার ফলে মনে করা হচ্ছে প্রথম সপ্তাহান্তে বাড়বে ব্যবসা... শুক্রবার ১০.২৬ কোটি আয়।'


 






আরও পড়ুন: OMG 2 Review: বাচ্চাদের জন্য কতটা জরুরি 'সেক্স এডুকেশন'? অক্ষয় কুমার-পঙ্কজ ত্রিপাঠীর ছবি 'ওএমজি ২' শেখাবে সেই কথাই


যদিও মুক্তির দিনেই 'গদর ২' ছবির মতো দুর্দান্ত সাফল্য লাভ করতে পারেনি, তবে 'ওহ মাই গড ২' ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ছবিগুলির প্রথম দিনের আয়ের নিরিখে অষ্টম স্থানে রয়েছে। অক্ষয়ের সাম্প্রতিক ছবিগুলির তুলনায় 'ওহ মাই গড ২'-এর প্রথম দিনের ব্যবসা যথেষ্ট ভাল। অক্ষয় কুমারের 'সেলফি' প্রথম দিনে আড়াই কোটি আয় করেছিল। প্রসঙ্গত, এই ছবিকে রজনীকান্তের 'জেলার'-এর সঙ্গেও প্রতিযোগিতা করতে হচ্ছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial