লন্ডন: আগামী সোমবার বাকিংহাম প্যালেসে অনুষ্ঠিত হতে চলেছে 'ইউনাইটেড কিংডম-ইন্ডিয়া ইয়ার অফ কালচার'। সেদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্যে দুদেশের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে রাজপরিবারের পক্ষ থেকে। রানি এলিডাবেথ টু, প্রিন্স ফিলিপ-এর তরফে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্যে বলিউডের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিকেও আমন্ত্রণ জানানো হয়েছে। সেই তালিকায় রয়েছেন অভিনেতা অমিতাভ বচ্চনও। কিন্তু জানা গিয়েছে, এই আমন্ত্রণ রাখতে পারছেন না বিগ বি। তিনি সেকথা জানিয়েও দিয়েছেন রানির প্রতিনিধিদের।
সূত্রের খবর, শ্যুটিংয়ের ব্যস্ততা এবং আগে থেকে কিছু জরুরি কাজ থাকার জন্যে এই আমন্ত্রণ রক্ষা করতে লন্ডন যাওয়া এইমুহূর্তে সম্ভব নয় অমিতাভ বচ্চনের পক্ষে। জানা গিয়েছে, ইতিমধ্যেই তিনি এই নিমন্ত্রণ রক্ষা করতে না পারার জন্যে দুঃখপ্রকাশ করেছেন। তবে বাকিংহাম প্যালেস থেকে আমন্ত্রণ জানানোর জন্যে তিনি যে সম্মানিত সেকথাও জানিয়েছেন মেগাস্টার।
বলিউড অন্দরের খবর, ওই সময় বিগ বি ব্যস্ত থাকবেন রামগোপাল বর্মার ‘সরকার-থ্রি’র ট্রেলর প্রকাশ অনুষ্ঠান নিয়ে। এছাড়া বিগ বি তৈরি হচ্ছেন বিজয় কৃষ্ণ আচারিয়ার ‘থগস অফ হিন্দুস্তান’-এর কাজ নিয়ে। তালিকায় রয়েছে গৌরাঙ্গ দোশীর ‘আঁখে-২’, অয়ন মুখার্জীর ‘ড্র্যাগন’ এবং ‘সাইরাত’-এর পরিচালক নাগরাজ মঞ্জুলার সঙ্গেও কাজ করার কথা রয়েছে অমিতাভের।
ব্যস্ততার কারণে এই বিশিষ্ট ব্যক্তির আমন্ত্রণও রক্ষা করতে পারলেন না বিগ বি, জানেন কার নিমন্ত্রণ ফেরালেন অমিতাভ?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Feb 2017 09:18 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -