মুম্বই: ‘ঢিসুম’-এ দেখা যাবে সচিন কে! অভিনেতা বরুণ ধবনের টুইট ঘিরে তৈরি হয়েছে এমনই জল্পনা।

সম্প্রতি টুইটারে সচিন তেন্ডুলকরের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন বরুণ। সেটিরই ক্যাপশনে অন্যান্য কথার পাশাপাশি বরুণ লেখেন, ‘শুধুমাত্র কাজের জন্যই তাঁদের এই সাক্ষাত্। এটাও কাজেরই জন্য।' এই মন্তব্য ঘিরেই তৈরি হয়েছে জল্পনা। তাহলে কি ক্যামিও-র চরিত্রে এই ছবিতে দেখা যাবে মাস্টার ব্লাস্টারকে!



প্রসঙ্গত, আগামী ২৯ জুলাই মুক্তি পাবে বরুণ ধবন অভিনীত ‘ঢিসুম’। এই ছবিতে পুলিশের ছবিতে দেখা যাবে জন আব্রাহাম ও বরুণকে। চিত্রনাট্য অনুযায়ী, ক্রিকেট তারকা বিরাট কোহলিকে অপহরণকারীদের হাত থেকে উদ্ধার করাই তাঁদের মিশন। এই ছবিতে অভিনয় করছেন সাকিব সালিম, জ্যাকলিন ফার্নান্ডেজ প্রমুখরা।