মুম্বই: সেফ আলি খান আর করিনা কপূরের ছেলের বয়স কয়েক ঘণ্টার বেশি নয়। কিন্তু তার যে নাম রাখা হয়েছে, তা নিয়ে বিতর্কে উত্তাল সোশ্যাল মিডিয়া।

এক বিবৃতিতে পতৌদি পরিবার জানিয়েছে, সদ্যজাতর নাম রাখা হয়েছে তৈমুর আলি খান পতৌদি। স্বাভাবিকভাবেই উঠেছে প্রশ্ন, এত নাম থাকতে ভারত সহ মধ্য এশিয়া জুড়ে গণহত্যা চালানো এক যুদ্ধজীবীর নাম কেন বেছে নিলেন সেফ-করিনা।

তৈমুর লঙ্গ ছিলেন ইরান থেকে আসা এক অত্যাচারী যোদ্ধা। এ দেশে তাঁর অত্যাচারের কম নিদর্শন নেই। টুইটার প্রশ্ন তুলেছে, ভারতে যদি ছেলের নাম তৈমুর রাখা যায়, আমেরিকায় শিশুর নাম ওসামা বিন লাদেন রাখতেই বা আপত্তি কীসের!

দেখে নেওয়া যাক কিছু টুইট