নয়াদিল্লি: ১৭ ডিসেম্বর ২০২১। ঝড় উঠেছিল ভারতের সিনে দুনিয়ায় (Indian Cinema World)। মুক্তি পেয়েছিল অল্লু অর্জুনের (Allu Arjun) 'পুষ্পা: দ্য রাইজ' (Pushpa: The Rise)। এরপর গোটা দেশে তুখোড় ব্যবসা করে এই ছবি। সেই সিনেমার বর্ষপূর্তি আজ।


'পুষ্পা'র সাফল্যে গানের প্রভাব


২০২১ সালের শেষ থেকে ২০২২ সাল, বক্স অফিসে সাফল্যের সুনামি আসে এই ছবির হাত ধরেই। এই ছবির হাত ধরেই আঞ্চলিক ভাষায় তৈরি ছবি 'প্যান-ইন্ডিয়া' সাফল্য লাভ করে এবং গোটা ভারতের বক্স অফিসে ঝড় তোলে। 'পুষ্পা'র এমন দৈত্যাকার সাফল্যে একাধিক উপাদান কাজ করেছে বটে, তবে সবচেয়ে বেশি সাফল্যের আগুনে ঘি ঢেলেছে ছবির ব্লকবাস্টার গানগুলি।                               


বছরের শেষে যদি 'রেকর্ড ভাঙা' গানের কথা বলতে হয় তাহলে কোনও তালিকাই 'পুষ্পা'র গান ছাড়া সম্পূর্ণ হবে না। ছবির 'সামি সামি' গানটি গোটা দেশে এক তরঙ্গ তৈরি করেছিল, এমনকী নবরাত্রি উদযাপন, বিয়েবাড়ি বা যে কোনও অনুষ্ঠানেই এই গান গত এক বছরে মাস্ট হয়েছে। ছোট থেকে বড় সকলের মধ্যে এই গান নিয়ে উন্মাদনা নজরকাড়া।                                                                                                    


রশ্মিকা মান্দান্না তাঁর দুর্দান্ত নাচের স্টেপস দিয়ে গানটিকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিলেন। সোশ্যাল মিডিয়া ভরে এই গানের রিলে। অন্যদিকে তাঁর চরিত্রের ওপরে তৈরি গান 'শ্রীভল্লি'ও বিপুল পরিমাণ খ্যাতি পায়। একের পর এক তারকা তাঁদের এই গানে রিল বানিয়ে পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। 'সামি সামি' গানের তেলুগু ও হিন্দি ভার্সন কয়েক মিলিয়ন ভিউ পেয়ে এক বছর পরেও শ্রোতাদের প্রিয় গানের তালিকায় রয়েছে।


আরও পড়ুন: 'Besharam Rang' Controversy: 'বেশরম রং' গানে পোশাক বিতর্ক! দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের


তবে শুধু 'সামি সামি' গানটিই নয়, 'ও আন্তাভা' এই ছবির আরও একটি এমন গান যা যে কোনও স্রোতাকে নাচতে বাধ্য করবে। সঙ্গে অবশ্যই সামান্থা রুথ প্রভুর স্টেপস। বছরের অন্যতম সেরা রোম্যান্টিক গানের তকমা দেওয়া যায় 'শ্রীভল্লি' গানটিকে।