Oscar 2021 Nominations Full List: অস্কারের মনোনয়ন তালিকায় নাম নিক-প্রিয়ঙ্কার

প্রকাশিত হল এই বছরের অস্কার মনোনয়নের তালিকা। কোথায় কে? দেখুন

Continues below advertisement

নয়াদিল্লি: করোনা পরিস্থিতিতে দীর্ঘ অপেক্ষার অবসান। প্রকাশিত হল এই বছরের অস্কার মনোনয়নের তালিকা। ২০২০ সালকে উল্লেখ করা হয়েছে 'ইউনিক ইয়ার' অর্থাৎ অন্যরকম একটি বছর হিসাবে। এই বছরে মনোনয়নের তালিকায় নাম রয়েছে তারকা দম্পতি প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাসের। ৯৩তম একাডেমি অ্যাওয়ার্ডস এবার আয়োজিত হবে বিভিন্ন জায়গায়।

Continues below advertisement

সোমবার প্রকাশ্যে ৯৩তম অস্কার পুরস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকা। এদিন বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে ঐতিহ্যবাহী পুরস্কার, একাডেমি অ্যাওয়ার্ডের নমিনেশন তালিকা ঘোষণা করলেন প্রিয়ঙ্কা চোপড়া জোনাস ও নিক জোনাস। নেটফ্লিক্সের 'ম্যাঙ্ক' ১০টি মনোনয়নের সঙ্গে অস্কারের দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকল। সেই সঙ্গে এদিন ঐতিহাসিক ভাবে সেরা পরিচালকের তালিকায় জায়গা করে নিলেন দুই মহিলা পরিচালক ক্লোয়ে ঝাও এবং এমেরাল্ড ফেনেল। সেরা ছবির তালিকায় জায়গা করে নিয়েছে মোট ৮টি ছবি। এর আগে অস্কারের ৯২ বছরের ইতিহাসে মাত্র পাঁচজন মহিলা পরিচালক চূড়ান্ত তালিকায় জায়গা করে নিতে পেরেছিলেন। যদিও শেষ পর্যন্ত অস্কার শিকেয় ছেঁড়েনি কারওরই।

কিছু দিন আগেই বিদেশে তৈরি শ্রেষ্ঠ ফিচার ছবির তালিকা থেকে বাদ পড়েছে এ দেশের ‘জল্লিকট্টু’। মনে করা হচ্ছিল স্বল্প দৈর্ঘ্যের ছবির বিভাগে মনোনীত ‘বিট্টু’-ই ২০২১-এ ভারতের একমাত্র ভরসা। কিন্তু সোমবার দু’ভাগে মনোনীতদের তালিকা ঘোষণা সম্পূর্ণ হতেই দেখা গেল, প্রিয়ঙ্কার অভিনীত ছবি ‘দ্য হোয়াইট টাইগার’-এর নামও রয়েছে সেই তালিকায়।

চলচ্চিত্র জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মান হিসেবেই পরিচিত অস্কার পুরস্কার। তার তালিকা ঘোষণার কাজে প্রিয়ঙ্কাকে দেখতে পাওয়াও যে এ দেশের চলচ্চিত্র জগতের কাছে সম্মানের, তা মনে করছেন সিনেমা জগতের সঙ্গে যুক্ত অনেকেই। তার উপরে শ্রেষ্ঠ চিত্রনাট্যের বিভাগে মনোনীতদের তালিকায় জায়গা করে নিয়েছে প্রিয়ঙ্কার অভিনীত ছবি ‘দ্য হোয়াইট টাইগার’।

প্রতি বছর ফেব্রুয়ারি মাসে অস্কার পুরস্কারের আসর বসে। তবে করোনার জেরে এই বছর দু-মাস পিছিয়ে ২৫শে এপ্রিল লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসবে বর্ণাঢ্য অনুষ্ঠান। কার হাতে উঠবে অস্কারের সোনালি ট্রফি? উত্তরের জন্য আর কয়েকদিনের অপেক্ষা।

 

Continues below advertisement
Sponsored Links by Taboola