লস অ্যাঞ্জেলস: ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (94th Academy Awards) মঞ্চ তোলপাড় মাত্র কয়েক সেকেন্ডে। স্ত্রী ও অভিনেত্রী জাডা পিঙ্কেট স্মিথকে (Jada Pinkett Smith) নিয়ে করা 'রসিকতা' পছন্দ হয়নি 'সেরা অভিনেতা' উইল স্মিথের ( Oscar winner Will Smith)। সঙ্গে সঙ্গে মঞ্চে পৌঁছে সঞ্চালক ক্রিস রককে (Chris Rock) সপাটে চড় মারলেন উইল। আর তাতেই তোলপাড় গোটা বিশ্ব। তবে লস অ্যাঞ্জেলস পুলিশ ডিপার্টমেন্ট (এলএপিডি) নিশ্চিত করেছে যে ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের অস্কার বিজয়ী উইল স্মিথের সঙ্গে এমন কাণ্ডের পরেও কমেডিয়ান ক্রিস রক 'পুলিশে অভিযোগ দায়ের করতে অস্বীকার করেছেন'।
ঠিক কী ঘটেছিল?
সঞ্চালনার অংশ হিসেবেই একাধিক মজার কথা বলছিলেন ও মস্করা করছিলেন ক্রিস রক। সেই সময়েই কথা প্রসঙ্গে ওঠে অভিনেত্রী জাডা পিঙ্কেট স্মিথের (Jada Pinkett-Smith) কথা। উইল স্মিথের স্ত্রী জাডাকে নিয়ে মজা করে ক্রিস বলেন তাঁকে নাকি জিআই জেন ২ (GI Jane 2)-এর মতো দেখতে। তাতেই রেগে কাঁই উইল স্মিথ। আচমকাই হনহন করে স্টেজে উঠে পড়েন তিনি। এবং কিছু বুঝে ওঠার আগে সকলের সামনে মঞ্চেই ক্রিস রককে সজোরে চড় মারেন উইল স্মিথ। প্রসঙ্গত মনে করা হচ্ছে এই 'ঠাট্টা'র উৎস হচ্ছে জাডার মাথায় স্বল্প পরিমাণ চুল।
পুলিশের তরফে কী জানানো হয়েছে?
লস অ্যাঞ্জেলস পুলিশ ডিপার্টমেন্টের তরফে একটি পূর্ণ বিবৃতিতে বলা হয়েছে, 'এলএপিডি তদন্তকারী সংস্থাগুলি 'অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস' অনুষ্ঠান চলাকালীন দুই ব্যক্তির মধ্যে একটি ঘটনার বিষয়ে সচেতন। এই ঘটনায় একজন ব্যক্তি আরেকজনকে চড় মারার সঙ্গে জড়িত।'
এরপর নাম না করে রকের প্রসঙ্গ টেনে বলা হয়, 'এই ঘটনায় জড়িত ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করতে অস্বীকার করেছেন। যদি জড়িত পক্ষ পরবর্তী সময়ে পুলিশ রিপোর্ট চায়, তাহলে LAPD সম্পূর্ণ তদন্ত রিপোর্ট পেশ করতে পারবে।'
রিপোর্ট অনুযায়ী, অস্কারের মঞ্চে ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ছবি 'জিআই জেন'-এ ডেমি মুরের মুন্ডিত মস্তকের সঙ্গে জাডার তুলনা করেন ক্রিস রক। আর রসিকতাতেই ক্ষিপ্ত হন জাডার স্বামী অভিনেতা উইল স্মিথ। তবে পুরস্কার নিতে পরে মঞ্চে উঠে কেঁদে ফেলেন উইল। সেই সময়ে ক্ষমাও চেয়েছেন তিনি। বলেন, 'আমি অ্যাকাডেমির কাছে ক্ষমা চাইছি। আমি আমার সকল সহকর্মী মনোনীত প্রার্থীদের কাছে ক্ষমা চাইছি।'