লস অ্যাঞ্জেলস: অনুষ্ঠিত হচ্ছে অস্কার ২০২২ (Oscars 2022)। একের পর এক চলছে বিজয়ীদের নাম ঘোষণা। এবারে সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন কমেডিয়ান ক্রিস রক (Chris Rock)। সঞ্চালনার অঙ্গ হিসেবে চলছে হাসি ঠাট্টা মস্করা। আর সেখানেই ঘটল এক অনভিপ্রেত ঘটনা। পুরস্কার জেতার আগেই অন্য এক কারণে অস্কারের শিরোনামে উঠে এল অভিনেতা উইল স্মিথের নাম (Will Smith)। মঞ্চে উঠে সঞ্চালককে সজোড়ে চড় মেরেছেন যে তিনি।


শ্রেষ্ঠ অভিনেতার শিরোপা


অস্কার ২০২২-এর 'কিং রিচার্ড' ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন অভিনেতা উইল স্মিথ। ফের উঠলেন মঞ্চে। পুরস্কার নিতে। মঞ্চে উঠে সঞ্চালককে চড় মারার কয়েক মুহূর্ত পরেই ফের উঠলেন পুরস্কার নিতে।


কেন রেগে গেলেন উইল স্মিথ?


সঞ্চালনার অংশ হিসেবেই একাধিক মজার কথা ও মস্করা করছিলেন ক্রিস রক। সেই সময়েই কথা প্রসঙ্গে ওঠে অভিনেত্রী জাডা পিঙ্কেট স্মিথের (Jada Pinkett-Smith) কথা। উইল স্মিথের স্ত্রী জাডাকে নিয়ে মজা করে ক্রিস বলেন তাঁকে নাকি জিআই জেন ২ (GI Jane 2)-এর মতো দেখতে। তাতেই রেগে কাঁই উইল স্মিথ। আচমকাই হনহন করে স্টেজে উঠে পড়েন তিনি। এবং কিছু বুঝে ওঠার আগে সকলের সামনে মঞ্চেই ক্রিস রককে সজোরে চড় মারেন উইল স্মিথ। 


 






অনেকের মতে অস্কার ২০২২-এর মঞ্চে ঘটা এই ঘটনা অস্কারের ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তবে কেবল চড় মেরেই শান্ত হতে পারেননি উইল। মঞ্চ থেকে নেমেও ক্ষোভ উগরে দেন সঞ্চালকের প্রতি। কটাক্ষ করেই তিনি ক্রিসকে বলেন, 'আমার স্ত্রীয়ের নাম আনবে না তোমার মুখে'। স্বভাবতই স্তম্ভিত হয়ে যায় সকল দর্শক। 


তবে সেরা অভিনেতার পুরস্কার নিতে মঞ্চে উঠে অনেকটাই শান্ত দেখালো উইল স্মিথকে। সঞ্চালকের ওপর তাঁর এমন অতর্কিতে আক্রমণের ব্যখ্যাও দিয়েছেন তিনি। অভিনেতার কথায়, 'ভালবাসায় মানুষ পাগলের মতো কাণ্ড করে।'


আরও পড়ুন: Oscars 2022: অস্কার ২০২২-এর রেড কার্পেট উজ্জ্বল ইউক্রেনীয় পতাকার রঙে


তবে এই ঘটনার জন্য তিনি যে দুঃখিত তা তাঁর স্পিচেই বোঝা গেল। সকলকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি এও বলেন যে, 'আমাকে ড্যানজেল (ওয়াশিংটন) খানিক আগেই বলছিল যে, 'তোমার সর্বোচ্চ মুহূর্তে, সতর্ক থাকো, তখনই শয়তান যেন ভর করতে আসে'...অভিনেতা টেনিস তারকা ভেনাস এবং সেরেনা উইলিয়ামসকে তাঁদের বাবার গল্প দিয়ে বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ জানিয়েছেন।'


এর আগে দুবার সেরা অভিনেতার তালিকায় মনোনীত হয়েছেন উইল স্মিথ। কিন্তু কোনওবারই ভাগ্যের শিকে ছেঁড়েনি। তবে তৃতীয়বারে সেই সম্মান পেলেন তিনি।