সেরা ছবির নাম বলতে গিয়ে ওয়ারেন প্রথমে ঘোষণা করেন লা লা ল্যান্ডের নাম। লা লা ল্যান্ড নির্মাতা, শিল্পীরা হইহই করে উঠেছেন। সকলে একযোগে উঠে এসেছেন মঞ্চে। শুরু হয়েছে জয়ীর বক্তৃতা দান। তখন আবার মাইক্রোফোন টেনে নিলেন বিটি। একটু থেমে বললেন, না, আসলে মুনলাইট সেরা ছবি।
মঞ্চে হিরণ্ময় নীরবতা।
অ্যাকাডেমি কর্তৃপক্ষ ব্যালট ট্যাবুলেটরস প্রাইসওয়াটার হাউসকুপার্স-এর তরফে একটি বিবৃতি জারি করে ক্ষমা প্রার্থনা করল অস্কারের মঞ্চে ঐতিহাসিক ভুলের জন্য। পাশাপাশি এও জানানো হল, কী ভাবে সেরা ছবির নাম ঘোষণার সময় ‘মুনলাইট’-এর পরিবর্তে ‘লা লা ল্যান্ড’-এর নাম ঘোষিত হল তা তদন্ত করে দেখা হচ্ছে।
এত কিছুর পর কি আর টুইটার চুপ করে থাকতে পারে?