নয়াদিল্লি: কোয়েম্বাটুরে আদিযোগী শিবের মূর্তি উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায় যে উত্তরীয়টি ছিল, তা নজর কেড়েছিল অনেকেরই। ময়ূরকণ্ঠী নীল রঙের উত্তরীয়তে ভগবান শিবের ছবি আঁকা ছিল। টুইটারেই সেটি চেয়ে বসেন জনৈক শিল্পী তিওয়ারি। তিনি লেখেন



পরদিনই সেই উত্তরীয় চলে আসে শিল্পীর ঠিকানায়। সঙ্গে তাঁর টুইটের একটি সাদা কালো প্রিন্ট আউট। তাতে প্রধানমন্ত্রীর স্বাক্ষর।

উচ্ছ্বসিত শিল্পী টুইটারে বারবার ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীকে।