কলকাতা: ওয়েব সিরিজের পরে এবার বড়পর্দায় মির্জাপুর (Mirzapur)। মির্জাপুর ৩-এর ওটিটি মুক্তির পরেই নির্মাতারা ঘোষণা করেছেন, এবার বড়পর্দায় আসতে চলেছে মির্জাপুর: দ্য ফিল্ম (Mirzapur: The Film)। সোমবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই কথা ঘোষণা করা হয়েছে প্রযোজনা সংস্থার তরফেই। সিনেমাটির মুখ্যভূমিকায় থাকবে পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi), আলি ফজল (Ali Fazal), অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও দিব্যেন্দু (Divyenndu)। ১.৩০ মিনিটের এই ভিডিওতেই সংকেত দেওয়া হয়েছে, সিনেমায় ফিরছে মুন্না ত্রিপাঠি ওরফে দিব্যেন্দু।


এই সিনেমা নিয়ে দিব্যেন্দু বলছেন, 'আমি হিন্দি ছবির হিরো। আমি বিশ্বাস করি, হিন্দি ছবি সবচেয়ে বেশি উপভোগ করা যায় সিনেমাহলেই। আমি মনে করিয়ে দিতে চাই, আমি অমর।' এই ভিডিওটি শেয়ার করা হয়েছে এটা লিখে, 'দীপাবলিতে সবাই তো মিষ্টি পায়, কিন্তু এই না, মির্জাপুরের আসল বরফি'। ছবিটি পরিচালনা করছেন গুরমিত সিংহ (Gurmmeet Singh)। ছবির চিত্রনাট্য় লিখেছেন, পুনীত কৃষ্ণ (Puneet Krishna)। ছবিটি মুক্তি পাওয়ার কথা ২০২৬ সালে। ছবিতে থাকছেন কালীন ভাইয়া, গুড্ডু পণ্ডিত ও মুন্না।


সিনেমাহলে মুক্তির পাশাপাশি, এই ছবিটি ওটিটি প্ল্যাটফর্মের মধ্যে অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে। প্রেক্ষাগৃহে মুক্তির ৮ সপ্তাহ পরে ২৪০টি দেশের মানুষ অ্যমাজন প্রাইমের মাধ্যমে দেখতে পাবেন এই ছবি। এক্সেল এন্টারটেনমেন্ট প্রযোজনা (Excel Entertainment production)-র প্রযোজনায় মুক্তি পাচ্ছে এই ছবি। মির্জাপুরের প্রথম সিজন মুক্তি পেয়েছিল ২০১৮ সালে, নভেম্বর মাসে। এই সিজনের দ্বিতীয় সিরিজ মুক্তি পেয়েছিল, ২০২০ সালের ডিসেম্বর মাসে। তৃতীয় সিজন মুক্তি পেয়েছে চলতি বছরের অর্থাৎ ২০২৪ সালের জুলাই মাসে। 


প্রযোজনা সংস্থার তরফ থেকে রীতেশ সিধওয়াবনি ও ফারহান আখতার (Ritesh Sidhwani and Farhan Akhtar) বলছেন, 'আমরা দর্শকদের কাছে যে আবার মির্জাপুর এক্সপেরিএন্স ফিরিয়ে আনতে পারছি, এটা আমাদের কাছেই একটা বিশাল পাওনা। তবে এবাড় বড়পর্দায়। ওটিটিতে যে চরিত্রগুলি জনপ্রিয় হয়েছে, সেই চরিত্রগুলোকেই পর্দায় নিয়ে ফিরে আসছে মির্জাপুরের সিনেমা। আশা করি দর্শকদের ভাল লাগবে।'  


আরও পড়ুন: Shah Rukh Khan-Gauri Khan: শ্যুটিং করতে করতেই নাগরদোলা চড়তে যেতেন, কেমন ছিল শাহরুখ-গৌরীর প্রেম?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।