কলকাতা: এবার জাতীয় প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে উইন্ডোজ (Windows) প্রযোজনা সংস্থার তিনটি ছবি। ফাটাফাটি (Fatafati), লক্ষ্মী ছেলে (Lokkhi Chele) ও 'হামি ২' (Haami 2)। এই তিনটি ছবিই বক্সঅফিসে ভালোই ব্যবসা করেছিল। আর এবার ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে এই ৩ ছবি। আগামী মাসের ৪ অগাস্ট, সোনি লিভ (Sony Liv)-এর ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে 'ফাটাফাটি' (Fatafati)। 


নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিবেদিত, 'উইন্ডোজ' প্রযোজিত ও অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি। 'ব্রহ্মা জানেন গোপন কম্মোটি' ও 'বাবা বেবি ও..'-এর পর পরিচালকের এটি তৃতীয় ছবি। ছবির গল্প আবর্তিত হয় ফুল্লরা ভাদুড়ি নামের এক মহিলাকে ঘিরে। মফঃস্বলের এক মহিলা দর্জি সে, যাঁর ডিজাইনের আইডিয়া অত্যন্ত প্রখর। কিন্তু তাঁকে সকলের হাসির পাত্রী হতে হয় তাঁর ভারি চেহারার জন্য। হাজার ধরনের বাধা বিপত্তি পেরিয়ে, শুধুমাত্র নিজের প্রতিভার ওপর ভর করে কি তিনি 'ফ্যাশন ইনফ্লুয়েন্সার' হয়ে উঠতে পারবেন? সেই গল্পই তুলে ধরবে এই ছবি। আগামী মাসের ৪ অগাস্ট, সোনি লিভে দেখা যাবে এই ছবি। 


অন্যদিকে কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly) পরিচালিত ছবি 'লক্ষ্মীছেলে' ও মুক্তি পাবে এই ওটিটি প্ল্যাটফর্মে। কুসংস্কারের বিরুদ্ধে, সত্যঘটনা অবলম্বনে কৌশিক পর্দায় যে গল্প বুনেছিলেন, তা দর্শকদের মধ্যে প্রশংসিত হয়েছিল। আলাদা করে নজর কেড়েছিল কৌশিক পুত্র উজান।


শিবপ্রসাদ ও নন্দিতা পরিচালিত 'হামি ২'-ও দর্শকদের মধ্যে প্রশংসিত হয়েছিল। এই ছবিও এবার দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে। এই সিদ্ধান্তে খুশি পরিচালক অভিনেতা শিবপ্রসাদ। বললেন, 'এই প্রথম কোনও জাতীয় প্ল্যাটফর্মে বাংলা ছবির প্রিমিয়ার হবে। ভাল তো লাগছেই, সঙ্গে গর্ববোধও হচ্ছে।'


প্রসঙ্গত, পুজোয় মুক্তি পাচ্ছে শিবপ্রসাদ ও নন্দিতা পরিচালিত ও প্রযোজিত ছবি 'রক্তবীজ'। খাগড়াগড় বিস্ফোরণ নিয়ে তৈরি এই ছবির মুখ্যভূমিকায় রয়েছেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee), মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) ও ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Vicktor Banerjee)। অন্যদিকে, এই প্রযোজনা সংস্থার নতুন ছবি 'দাবাড়ু'-র শ্যুটিং শুরু হয়েছে গতকালই। পথিকৃৎ বসু (Pathikrit Basu) পরিচালিত এই ছবির মুখ্যভূমিকায় রয়েছেন, ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjeet Chakraborty), দীপঙ্কর দে (Dipankar Dey), বিশ্বনাথ বসু (Biswanath Basu), কৌশিক সেন (Kaushik Sen), শঙ্কর চক্রবর্তী (Sankar Chakraborty), সংঘশ্রী সিংহ মিত্র (Sanghasree Sinha Mitra)- ও অন্যান্যরা। 


আরও পড়ুন: Ishita-Vatsal's Baby: সদ্যোজাত পুত্রকে নিয়ে বাড়ি ফিরলেন ঈশিতা-বৎসল, ভাসলেন শুভেচ্ছাবার্তায়


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial