কলকাতা: একবার নয়। পর পর ২ বার। ফের কপিল শর্মার (Kapil Sharma)-র কানাডার ক্যাফেতে চলল গুলি। ২৫ রাউন্ড গুলি চলেছে। কপিলের কাপ'স ক্যাফে (KAP'S CAFE)-তে ১ মাসের মধ্যে এই নিয়ে ২ বার গুলি চলল। এবারের ঘটনার দায় স্বীকার করেছে গ্যাংস্টার গোল্ডি ঢিঁলৌ (Goldy Dhillon)। শোনা যায়, এই গোল্ডি ঢিঁলৌ কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হয়ে কাজ করেন। এই সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে জানানো হয়েছে, এই ঘটনা ঘটানো হয়েছে গোল্ডি ঢিঁলৌ-র তরফ থেকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই পোস্ট।
কপিল শর্মার এই ক্যাফেটি সুরে পুলিশ স্টেশনের পাশে অবস্থিত। পুলিশের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও ছবি প্রকাশ না করা হলেও, সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে একাধিক ছবি। সেখানে দেখা যাচ্ছে, কপিলের ক্যাফের দেওয়ালে একাধিক গুলি লেগে রয়েছে। সোশ্যাল মিডিয়ায় যে বার্তাটি ভাইরাল হয়েছে, তাতে লেখা রয়েছে, 'জয় শ্রীরাম। আজ সুরেতে অবস্থিত কপিল শর্মার কাপ'স ক্যাফে-তে যে গুলি চলার ঘটনা ঘটেছে, তার দায় গোল্ডি ঢিঁলৌ নিচ্ছে। এর পরের ঘটনাটা মুম্বইতে ঘটবে।' তবে এই পোস্ট যেখান থেকে করা হয়েছে, সেই প্রোফাইল ভেরিফায়েড নয়। ফলে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
এর আগে, জুলাই মাসের শেষ দিকে, কপিল শর্মার ক্যাফে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালানো হয়েছিল। এই ঘটনায় হামলার দায় স্বীকার করেছিল মোস্ট ওয়ান্টেড জঙ্গি হরজিৎ সিংহ লাড্ডি। NIA-র মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত এই হরজিৎ সিংহ লাড্ডিজ। সেই ঘটনার পরে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কপিল শর্মা লিখেছিলেন, ' মন থেকে লেখা এই বার্তা.. আমরা কাপ'স ক্যাফে এই আশা নিয়ে খুলেছিলাম যে এখানে সুস্বাদু কফি নিয়ে আড্ডার আসর জমবে, বন্ধুত্বপূর্ণ আলোচনা হবে, কফিকে কেন্দ্র করে সবাই এক জায়গায় হবে। কিন্তু এই ধরনের হিংসার ঘটনা সত্যিই হৃদয়বিদারক। আমরা এই আঘাত থেকে সেরে উঠছি, কিন্তু আমরা হার মানছি না।'
বিবৃতিতে কপিল শর্মা আরও বলেছেন, 'আপনাদের সবার সমর্থন, ভাল ব্যবহার, প্রার্থনা আর আপনারা যে মুহূর্তগুলো ক্যাফেতে কাটিয়েছেন, সেগুলো শেয়ার করাটা আমাদের কাছে আশীর্বাদের চেয়েও অনেক বড়। আপনাদের ওপর আমাদের বিশ্বাস রয়েছে বলেই আমরা এই ক্যাফে তৈরি করেছি। আমরা হিংসার দৃঢ়ভাবে বিরুদ্ধাচারণ করছি আর এটা নিশ্চিত করছি যে এই ক্যাফে বন্ধুত্বপূর্ণ একটা জায়গাই হয়ে থাকবে। এখানকার উষ্ণতা বজায় থাকবে। খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আরও ভাল একটা পৃথিবীতে।