মুম্বই: প্রয়াত হয়েছেন 'পান সিং তোমার' (Paan Singh Tomar) লেখক সঞ্জয় চৌহান (Sanjay Chouhan)। লিভারের জটিল সমস্যায় ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার ৬২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রেখে গেলেন স্ত্রী সরিতা এবং কন্যা সারাকে। জানা গিয়েছে, আজ অর্থাৎ শুক্রবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে মুম্বইয়ের ওশিওয়ারা শ্মশানে। সঞ্জয় চৌহানের মৃত্যুতে (Sanjay Chouhan Death) শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে।


৬২ বছর বয়সে প্রয়াত সঞ্জয় চৌহান-


বলিউডের অন্যতম পরিচিত লেখক সঞ্জয় চৌহান। বহু ছবির গল্প তাঁরই লেখা। ২০১১ সালে 'আই অ্যাম কালাম' ছবির জন্য তিনি ফিল্মফেয়ার পুরস্কার পান। শুধু ছবির গল্পই নয়, সঞ্জয় চৌহান স্ক্রিপ্ট, স্ক্রিনপ্লে এবং ডায়লগও লিখতেন। এদিন অবিনাশ দাস নামে এক পরিচালক, যিনি সঞ্জয় চৌহানের বন্ধুও, তিনিই এই শোকের খবরটি জানিয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সঞ্জয় চৌহানের মৃত্যুর খবর দানিয়ে তাঁর সম্পর্কে নানা স্মৃতিচারণাও করেছেন। 



" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">


প্রসঙ্গত, ভোপালেই জন্ম এবং বেড়ে ওঠা সঞ্জয় চৌহানের। দিল্লিতে সাংবাদিক হিসেবে কেরিয়ার শুরু করেন তিনি। বিনোদন জগতে কাজ করার জন্য দিল্লি থেকে মুম্বই চলে আসেন। ১৯৯০ সালের শেষের দিকে ক্রাইম টিভি সিরিজ লেখেন। একাধিক প্রশংসাযোগ্য কাজ করেছেন সঞ্জয় চৌহান।  জানা গিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন। দিন দশেক আগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, সে সময়ে তাঁর শরীরের অভ্যন্তরে রক্তক্ষরণের সমস্যা দেখা দিয়েছিল। ১২ জানুয়ারি সন্ধ্যেয় প্রয়াত হন তিনি।


আরও পড়ুন - Mira Kapoor Photoshoot: চোখ ধাঁধানো ফোটোশ্যুট, ফ্যাশনে বহু নায়িকাকে টেক্কা দিচ্ছেন শাহিদ-পত্নী মীরা