কলকাতা: বছর শুরু হয়েছিল নতুন ছবির মুক্তি দিয়ে। আবার বছরের শেষেও তিনি দর্শকদের উপহার দিলেন নতুন ছবি। ২০২২ সালের প্রথম দিনে বসে ফেলে আসা বছরটাকে একবার ফিরে দেখলেন তিনি। গোটা বছর জুড়ে আলোছায়ার মত মিলেমিশে রয়েছে ভালো থাকা আর খারাপ থাকারা। সেইসব অনুভূতি এবিপি লাইভের সঙ্গে ভাগ করে নিলেন পায়েল সরকার (Paayel Sarkar)।
২০২১ সালের সেরা মুহূর্ত হিসেবে নিজের ছবি মুক্তির কথাই বললেন পায়েল। অভিনেত্রী বলছেন, 'এই বছরটাও অতিমারি আর লকডাউনের আবহেই কেটেছে। তবে এই বছরটা শুরু হয়েছিল জানুয়ারিতে আমার নতুন ছবি মুক্তি দিয়ে, 'ম্যাজিক'। আর বছরটা শেষও হল আমার অপর একটা ছবি মুক্তি দিয়ে। 'অনুসন্ধান'। একজন অভিনেত্রীর জন্য এর থেকে ভালো আর কী হতে পারে। আমি সত্যিই দর্শকদের কাছে কৃতজ্ঞ।' আর সবচেয়ে খারাপ মুহূর্ত? পায়েল বললেন, 'আবার নতুন করে লকডাউনটা! কত মানুষ খেতে পাননি, কতজন কাজ হারিয়েছেন.. এই পরিস্থিতিতে নিজের ব্যক্তিগত খারাপলাগা যেন ফিকে হয়ে যায়। আমরা লকডাউনেও খাবার পেয়েছি, নিজেদের প্রয়োজন মেটাতে পেরেছি এর জন্য ভগবানকে ধন্যবাদ। এত মানুষের খারাপ থাকার মধ্যে নিজের ব্যক্তিগত খারাপের কথা ভাগ করে নেওয়াটাকে বিলাসিতা বলে মনে হয়।'
'দর্শকরা বুঝুক, পরির মতো নিখুঁত নয়, নায়িকারা রক্ত-মাংসের মানুষ'
২০২১ সালে নিজের জীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন নায়িকা। কোথাও ভুল হয়ে গিয়েছে বলে আফশোস হয়? পায়েল বলছেন, 'ভুল সিদ্ধান্ত বলে কোনও একটা ঘটনার কথা বলতে পারব না। তবে মানুষ মাত্রই ভুল হয়। আমিও হয়তো কিছু ভুল করেছি। তবে যেটা জরুরি সেটা হল সেই ভুলের থেকে শিক্ষা নেওয়া।' আর প্রেম? নায়িকা বললেন, 'আমার কাছে প্রেম মানে বন্ধুত্ব আর একে অপরকে শ্রদ্ধা করা। তবে সেই কেবল ২০২১ এর উপলদ্ধি নয়। নতুন বছরেও আমার কাছে প্রেমের সংজ্ঞা বদলাবে না।'
যেতে যেতে কী শিখিয়ে গেল ২০২১। পায়েলের উত্তর, 'নিজের কাজ আর কথার দায়িত্ব নিজের নেওয়া উচিত। কেবল নিজের নয়, আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই এইটুকু পরিণতিবোধ থাকা উচিত।' নতুন বছরে রেজ়োলিউশন নেই, তবে পায়েলের চাওয়া, 'সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আর যেন কেউ নিজের আপনজনকে না হারিয়ে ফেলেন।'