কলকাতা: গত বছরের একেবারে শেষে দর্শকদের জন্য় চমক দিয়েছিলেন পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবি পোস্ট করে জানিয়েছিলেন যে, কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের (Mrinal Sen) বায়োপিক নিয়ে আসতে চলেছেন তিনি। মুখ্য চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)। ছবির নাম 'পদাতিক' (Padatik)। আর এবার টিম 'পদাতিক', চঞ্চল চৌধুরী, সৃজিৎ মুখোপাধ্যায়কে তাঁদের ছবির জন্য শুভেচ্ছা জানালেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)।


টিম 'পদাতিক'কে শুভেচ্ছা অমিতাভ বচ্চনের-


এদি নিজের সোশ্যাল মিডিয়া হ্য়ান্ডলে 'পদাতিক' ছবির পোস্টার শেয়ার করেছেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। সঙ্গে লিখছেন, 'অনেক শুভেচ্ছা।' সঙ্গে হ্যাশট্যাগে চঞ্চল চৌধুরী এবং সৃজিৎ মুখোপাধ্যায়ের নাম উল্লেখ করেছেন। বিগ বি-র এই শুভেচ্ছাবার্তা আপ্লুত নেটিজেনরা। তাঁরাও বলিউডের শাহেনশাহকে ভালোবাসা জানিয়েছেন।



" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">


আরও পড়ুন - Golden Globe Awards 2023: গোল্ডেন গ্লোব জেতার পরই 'আর আর আর'কে শুভেচ্ছা কিং খানের


প্রসঙ্গত, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর প্রয়াত হন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক মৃণাল সেন। তাঁর মৃত্যযুবার্ষিকীতেই বায়োপিক নিয়ে আসার কথা ঘোষণা করেন সৃজিৎ মুখোপাধ্যায়। তিনি যখন মৃণাল সেনের বায়োপিকে হাত দিয়েছেন বলে শোনা যাচ্ছিল, তখন বারবার প্রশ্ন আসছিল কে ধরবেন 'পদাতিক'-এর পতাকা ? পরিচালক মৃণাল সেনের মৃত্যু বার্ষিকীতে অবশেষে সামনে এসেছে নাম। তিনি আর কেউ নন, সবার 'মনের মানুষ' বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী। জানা যাচ্ছে, মৃণাল সেনের জীবনী এবং তাঁর সময়কালকে এই বায়োপিকে তুলে ধরবেন সৃজিৎ মুখোপাধ্যায়। এখন শুধু ছবিটি মুক্তির অপেক্ষায় দিন গুনছেন দর্শকেরা।


">