নয়াদিল্লি: পদ্মাবত তাঁর কাছে নারীত্বের উদযাপন। এই ছবির সাফল্য এমন অনেক ছবির রাস্তা সুগম করবে বলে তাঁর আশা। বললেন দীপিকা পাড়ুকোন।

দেশের সবথেকে বেশি অর্থমূল্যের ছবিতে এক অভিনেত্রীর নাম ভূমিকায় থাকাও বিরাট সাফল্য বলে মনে করছেন তিনি।

স্বরা ভাস্কর বলেছেন, পদ্মাবতে সতী প্রথাকে নিয়ে অন্যায় মাতামাতি হয়েছে। কিন্তু দীপিকার চিন্তাভাবনা অন্য। তাঁর কাছে এই ছবি জয়ের কথা বলে। শুধু তাঁর জয় নয়, ছবির জগতে থাকা সব মহিলাদের জয়।

তাঁর আশা, এবার প্রযোজকরা সেই সব ছবিতে অর্থ ঢেলে দেবেন, যেগুলির কেন্দ্রীয় চরিত্র মহিলা। পদ্মাবতের মত বড় বাজেটের ছবি করতেও তাঁরা পিছপা হবেন না। স্বরার অভিযোগ নিয়ে তাঁর বক্তব্য, মানুষের মতের ভিন্নতা থাকতেই পারে। কিন্তু তাঁর মতে, ছবির কোনও দৃশ্য সব সময় বিচার করা উচিত সম্পূর্ণভাবে, তার পারিপার্শ্বিকতা দেখে। ছবিটি যে সময়ের কথা বলছে, সেই সময়ের কথাও মাথায় রাখা উচিত।

দীপিকার কথায়, আজ আমরা বসে আলোচনা করতে পারি, রানি পদ্মিনীর জহর করা ঠিক হয়েছিল কিনা। কিন্তু তখন এই প্রথা চালু ছিল। জহর ভাল প্রথা বলে ছবিতে তাঁরা একবারও দাবি করেননি। তাঁর প্রশ্ন, যাঁরা প্রতিবাদ করছেন তাঁরা কি নীচের ডিসক্লেমার দেখতে পাননি?

দীপিকা মনে করেন, পদ্মাবত তাঁর কেরিয়ারের টার্নিং পয়েন্ট। ছবিটি যে বক্স অফিসে সাফল্য পেয়েছে তাই তাঁদের সবথেকে বড় জয়। এবার তিনি এগিয়ে যেতে চান সামনের দিকে।