মুম্বই: পদ্মাবতী নিয়ে দেশজোড়া বিতর্কের মধ্যেই এবার এই ছবিটির থ্রিডি সার্টিফিকেশনের জন্য আবেদন জানালেন নির্মাতারা। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি সিবিএফসি। এক আধিকারিক বলেছেন, ‘গতকাল পদ্মাবতীর নির্মাতারা থ্রিডি সংস্করণের জন্য নতুনভাবে আবেদন করেছেন। তাঁরা এখন এই ছবির জন্য থ্রিডি সার্টিফিকেট চাইছেন। আমাদের এই নতুন আবেদন খতিয়ে দেখতে হবে।’
পদ্মাবতীর পরিচালক সঞ্জয় লীলা বনশালি ও প্রযোজক সংস্থা প্রথমে এই ছবির টুডি সার্টিফিকেটের আবেদন জানিয়েছিলেন। তবে থ্রিডি-র ট্রেলার প্রকাশিত হওয়ার পর দর্শকদের কাছ থেকে ভাল সাড়া পেয়ে বনশালিরা সিদ্ধান্ত বদল করেছেন। তাঁরা প্রথমে টুডি সার্টিফিকেট চেয়ে যে আবেদন জানিয়েছিলেন, পদ্ধতিগত ত্রুটির কারণে সেটা ফিরিয়ে দিয়েছে সেন্সর বোর্ড। সিবিএফসি সূত্রে খবর, দ্বিতীয়বার যে আবেদন করা হয়েছে, সেটা এখনও বিবেচনাধীন। ফলে পদ্মাবতী কবে মুক্তি পাবে, সেটা বলা যাচ্ছে না।
পদ্মাবতীর প্রযোজক সংস্থার ঘনিষ্ঠ সূত্রে খবর, তাঁদের অপেক্ষার প্রহর দীর্ঘায়িত হচ্ছে। সেন্সর বোর্ডের কাছ থেকে সার্টিফিকেট পেলেই নতুন পরিকল্পনা করা হবে।
থ্রিডি সার্টিফিকেশনের আবেদন পদ্মাবতীর নির্মাতাদের
Web Desk, ABP Ananda
Updated at:
29 Nov 2017 03:41 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -