Salman Khan: পহেলগাঁও জঙ্গি হামলার নিন্দা করে আগেই বার্তা দিয়েছিলেন সলমন খান। এবার ব্রিটেন সফর বাতিলের ঘোষণা করলেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই খবর জানিয়েছেন বলিউডের ভাইজান। অনুষ্ঠানের নাম 'বলিউড বিগ ওয়ান ট্যুর'। ৪ এবং ৫ মে, ব্রিটেনে সলমন খান-সহ বি-টাউনের আরও অনেক অভিনেতারই এই সফরে উপস্থিত থাকার কথা ছিল। তবে এই ইভেন্টই বাতিল করা হয়েছে আপাতত। সলমন খান জানিয়েছেন, ব্রিটেন সফরেএ এই অনুষ্ঠানের সূচি পরিবর্তন করা হচ্ছে। আপাতত পিছিয়ে দেওয়া হচ্ছে অনুষ্ঠান। পরবর্তী সময়ে নতুন তারিখ প্রকাশ করা হবে। সলমন খান ছাড়াও এই অনুষ্ঠানে সারা আলি খান, টাইগার শ্রফ,বরুণ ধাওয়ান, মাধুরী দীক্ষিত, কৃতী স্যানন, দিশা পাটানি, সুনীল গ্রোভার এবং মণীশ পলের যাওয়ার কথা ছিল। ইনস্টাগ্রামে একটি পোস্টার শেয়ার করে সলমন খান নিজেই জানিয়েছেন যে এই অনুষ্ঠান আপাতত পিছিয়ে দেওয়া হচ্ছে।   

ইনস্টাগ্রামে যে পোস্টার সলমন শেয়ার করেছেন তার উপর লেখা রয়েছে 'পোস্টপন্ডেড'। আর ওই পোস্টারেই ঝলক মিলেছে 'দ্য বলিউড বিগ ওয়ান; ইউকে ট্যুরে বাকি যেসব অভিনেতাদের যাওয়ার কথা ছিল, তাঁদের। ইনস্টাগ্রামে পোস্ট শেয়ার করে কী লিখেছেন সলমন খান, দেখে নিন। 

 

পহেলগাঁওয়ের জঙ্গি হামলা নিয়ে এর আগেও সোশ্যাল মিডিয়ায় ক্ষোভপ্রকাশ করেছিলেন সলমন খান। এক্স মাধ্যমে অভিনেতা লিখেছিলেন, 'কাশ্মীর, মর্তের স্বর্গ এখন নরকে পরিণত হয়েছে। যে সমস্ত নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে, আমি মন থেকে তাঁদের পরিবারের সঙ্গে রয়েছি। একজন নিরীহ মানুষকে মারাও গোটা পৃথিবীকে মারার সমান।' 

 

গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলা হয়েছে। পহেলগাঁওয়ের কাছে পর্যটকদের 'মাস্ট ভিজিট প্লেস' বৈসারন উপত্যকা রয়েছে। নৈসর্গিক সৌন্দর্যের জন্য এই জায়গা 'মিনি সুইৎজারল্যান্ড' নামেও পরিচিত। সেখানেই পর্যটকদের উপর জঙ্গি হামলা হয়েছে। ২৫ জন পর্যটক-সহ মোট ২৬ জনের মৃত্যু হয়েছে। জঙ্গিরা এসে পর্যটকদের ধর্মীয় পরিচয় জানতে চায়। জিজ্ঞেস করে হয় কারা হিন্দু, কারা মুসলমান। তারপর 'কলমা' পড়তেও বলা হয়। এরপর বেছে বেছে টার্গেট করা হয় হিন্দু পর্যটকদের, মূলত পুরুষদের। মাথায় গুলি করে খুন করা হয়েছে সাধারণ পর্যটকদের। তাঁদের বাঁচানোর চেষ্টা করতে গিয়ে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছেন এক স্থানীয় কাশ্মীরি যুবক সৈয়দ আদিল হুসেন, যিনি পেশায় টাট্টু ঘোড়ার চালক।