Pahalgam Terror Attack: পহেলগাঁওয়ের জঙ্গি হামলা নিয়ে 'বেঁফাস' মন্তব্য করে বিতর্কের মুখে গায়ক সোনু নিগম। বেঙ্গালুরুর শো- তে গিয়ে পহেলগাঁওয়ের জঙ্গি হামলা প্রসঙ্গে 'আপত্তিকর' মন্তব্য করেছেন সোনু। তার জেরেই গায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অবশ্য সোনু নিগম ইতিমধ্যেই তাঁর মন্তব্যের জন্য 'সাফাই'-ও পেশ করেছেন।
বেঙ্গালুরুর ভার্গোনগরে ইস্ট পয়েন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যানফ টেকনোলজি-তে শো ছিল সোনু নিগমের, ২৫-২৬ এপ্রিল। অভিযোগ সেখানেই সোনু নিগমকে বারংবার কন্নড় গান গাওয়ার কথা বলছিলেন এক তরুণ। এর জেরেই রেগে গিয়ে জবাব দেন গায়ক। সোনু বলেন, 'আমি অনেক ভাষায় গান গেয়েছি, কন্নড় ভাষাতেও। আমি যখন কর্নাটকে আসি অনেক ভালবাসা আর শ্রদ্ধা নিয়ে আসি। আপনারা সবাই আমাকে পরিবারের মতো দেখেন। যখনই অনুরোধ করা হয় আমি কন্নড় গান গাই। এই যুবক যখন জন্মাননি, তার আগে আমি কন্নড় ভাষায় গান গেয়েছি। কিন্তু উনি যেভাবে 'কন্নড়, কন্নড়' বলে চেঁচাচ্ছিলেন সেটা আমার পছন হয়নি। এই ধরনের আচরণের জন্যই পহেলগাঁওয়ের হামলার মতো ঘটনা ঘটে।'
সোনু নিগমের এই মন্তব্য প্রকাশ্যে জানাজানি হওয়ার পর থেকেই শুরু হয়েছে বিতর্কের ঝড়। গায়ককে ক্ষমা চাইতেও বলা হয়েছে। আর এই মন্তব্যের জেরেই সোনু নিগমের বিরুদ্ধে 'কর্নাটক রক্ষণ বেদিক' সংস্থা বেঙ্গালুরুর আভালাহাল্লি থানায় এফআইআর দায়ের করেছে। অভিযোগ, সোনু নিগমের মন্তব্য কর্নাটকের মানুষের আবেগকে আঘাত করেছে।
নিজের মন্তব্যের সাফাই হিসেবে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন সোনু নিগম। সেখানে গায়ক জানিয়েছেন, ওই অনুষ্ঠানে তিনি যে জিনিসের সম্মুখীন হয়েছিলেন, তা আদতে 'থ্রেট'। নিজের ইনস্টাগ্রাম পোস্টে সোনু বলেছেন, 'চার-পাঁচজন লোক গুন্ডাদের মতো চেঁচাচ্ছিল। অনেক মানুষ তাঁদের থামানোর চেষ্টাও করছিলেন। ওদের এটা মনে করানো খুব গুরুত্বপূর্ণ ছিল যে পহেলগাঁওয়ে হামলার সময় লোকজনকে তাঁদের ভাষা জিজ্ঞেস করা হয়নি। কর্নাটকের লোকজন খুবই ভাল। ওই চার-পাঁচজনকে এটা মনে করানো গুরুত্বপূর্ণ ছিল যে আপনারা এভাবে মানুষকে ভয় দেখাতে পারেন না। ভালবাসার দেশে ঘৃণার বীজ বপন করতে পারেন না। ওঁরা গান গাওয়ার জন্য অনুরোধ করছিল না, ওটা থ্রেট দেওয়া হচ্ছিল।'