মুম্বই: পরিচালক সুমন ঘোষের অমর্ত্য সেনের ওপর তথ্যচিত্র দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ানের ছটি শব্দ মোছার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। বদলে শোনা যাবে বিপ। তবে বোর্ডের প্রধান পহলাজ নিহালনির কাছে গোটা ঘটনার ব্যাখ্যা আছে। তাঁর দাবি, ওই শব্দগুলি ভারতীয় সংস্কৃতি ও গণতন্ত্রের অবমাননা করেছে। তাই সেগুলির জায়গায় বিপ বসানোর নির্দেশ দিয়েছেন তিনি।

নিহালনি বলেছেন, নোবেলজয়ীর ওপর ওই তথ্যচিত্রে দেশের রাজনীতি ও ধর্মকে অসংবেদনশীল হিসেবে দেখানো হয়েছে। এতে শান্তিভঙ্গ হতে পারে। তাঁর মন্তব্য, অমর্ত্য এক জায়গায় দেশের গণতন্ত্রের কথা বলতে বলতে গুজরাতের অপরাধ বা ক্রিমিনালিটিজের কথা উল্লেখ করেছেন। তাই গুজরাত শব্দটি হঠিয়ে দেওয়া হয়েছে। এছাড়া এক জায়গা থেকে সরানো হয়েছে ভারত শব্দটি। আবার এক জায়গায় হিন্দুর নানা ব্যাখ্যা দিচ্ছিলেন অমর্ত্য, তাই হিন্দু শব্দটি তুলে নেওয়া হয়েছে। আবার ধর্মীয় ভেদাভেদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তিনি গরুকে তুচ্ছ আখ্যা দিয়েছেন, তাই সরিয়ে দেওয়া হয়েছে গরু শব্দটি। এছাড়াও সরানো হয়েছে ইউজড, দিজ ডেজ-এর মত শব্দ।

নিহালনির মতে, এই শব্দগুলি বিপ করে দেওয়ার ফলে শিল্পীর স্বাধীনতা কোনওভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে না। একে বরং সদর্থক রূপে দেখা উচিত।

বরং তথ্যচিত্র নির্মাতারাই আইন ভেঙেছেন বলে তাঁর দাবি। তাঁরা সেন্সর বোর্ডের ছাড়পত্র ছাড়াই দেশের বিভিন্ন জায়গায় ছবিটির স্ক্রিনিং করছেন। এটা ঠিক নয়। তাঁর প্রশ্ন, মতপ্রকাশের স্বাধীনতা জরুরি ঠিকই কিন্তু আইন ভাঙার ব্যাপারে কার কি মতামত?