নয়াদিল্লি: পাকিস্তানে ধোনির বায়োপিক 'এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি' মুক্তিতে নিষেধাজ্ঞা।
উরি হামলার ঘটনার পরই পাকিস্তানি শিল্পীদের এ দেশ ছেড়ে চলে যাওয়ার হুঁশিয়ারি দেয় মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। হুমকি দেয়, পাকিস্তানি তারকাদের অভিনীত সিনেমা এ দেশে মুক্তি পেতে দেওয়া হবে না। এর জেরেই পাক ডিস্ট্রিবিউটররা সিদ্ধান্ত নিয়েছে, পাকিস্তানে ধোনির বায়োপিক কোনও সিনেমা হলে চলতে দেওয়া হবে না। প্রসঙ্গত, আগামী শুক্রবারই মুক্তি পাবে ধোনির বায়োপিক। ধোনির চরিত্রে অভিনয় করেছেন সুশান্ত সিংহ রাজপুত।
সূত্রের খবর, পাকিস্তানের একটি ডিস্ট্রিবিউটর কোম্পানি আইএমজিসি গ্লোবাল এন্টারটেইনমেন্ট ধোনির বায়োপিক বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। সেদেশের সমস্ত সিনেমা হলে ছবিটি দেখানো হবে না, এমনই সিদ্ধান্ত নিয়েছে তারা।
উল্লেখ্য, পাকিস্তানে ধোনির বায়োপিক মুক্তি না পেলে এর প্রভাব পড়বে ছবির বক্স অফিসে। কারণ, পাকিস্তান বলিউডের তৃতীয় সর্বোচ্চ বৈদেশিক বাজার।
পাকিস্তানে ধোনির বায়োপিক মুক্তিতে নিষেধাজ্ঞা
Web Desk, ABP Ananda
Updated at:
28 Sep 2016 07:05 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -