Entertainment News: করাচিতে পাকিস্তানি অভিনেত্রী এবং মডেল হুমাইরা আসগর আলির মৃতদেহ পাওয়া গিয়েছে। তাঁর মৃতদেহ ব্যাপকভাবে পচে-গলে গিয়েছিল যখন উদ্ধার করা হয়। আর ময়না তদন্তে জানা গিয়েছে যে হুমাইরা আসগরের (Humaira Asghar) মৃত্যু হয়েছে আজ থেকে ৯ মাস আগে। আর এই ঘটনার কয়েকদিন পরেই মৃত্যুর আগে পাঠানো হুমাইরার শেষ ভয়েস নোট ভাইরাল (Humaira Asghar Death) হয়েছে সমাজমাধ্যমে। জানা যাচ্ছে যে মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই এই ভয়েস মেসেজ পাঠিয়েছিলেন তিনি আর তাঁর বন্ধু দুরেশ্বর তা প্রকাশ্যে আনেন।

সেই ভয়েস নোটে হুমাইরাকে বলতে শোনা যায়, ‘আমি খুবই দুঃখিত। আমি ভ্রমণ করছিলাম। আমি এখানে সেখানে আটকে পড়েছিলাম। আমি খুবই খুশি যে তুমি মক্কায় এসেছো। আমার জন্য, আমার ভাই-বোনদের জন্য অনেক অনেক প্রার্থনা কোরো প্লিজ। আমার কর্মজীবনের জন্যও মনে করে প্রার্থনা কোরো। আমার জন্য তোমাকে অনেক অনেক প্রার্থনা করতে হবে, ভুলে যেও না’। বলা হচ্ছে যে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে দূরেশ্বরকে এই ভয়েস মেসেজ পাঠিয়েছিলেন হুমাইরা আসগর।

তবে এই কয়েকদিন আগে তাঁর করাচির বাড়ি থেকে তাঁর মৃতদেহ পাওয়া গিয়েছে কিন্তু ময়নাতদন্ত বলছে তাঁর মৃত্যু হয়েছে ৯ মাস আগে। আরব নিউজ অনুসারে জানা যাচ্ছে ২০২৪ সালের অক্টোবর মাসেই সম্ভবত হুমাইরার মৃত্যু হয়েছে। আর এতদিন বয়ে যাওয়ার কারণে তাঁর শরীর পচে গিয়েছিল। করাচির পুলিশ সার্জন ড. সুম্মাইয়া সৈয়দ এই কথা বলেছেন ময়নাতদন্ত করার পরে।

ডেপুটি ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশ সৈয়দ আসাদ রেজা জানিয়েছেন যে হুমাইরার কল ডিটেল রেকর্ড থেকে দেখা যাচ্ছে যে তিনি শেষ ফোন কল করেছিলেন ২০২৪ সালের অক্টোবর মাসে। আর তাঁর প্রতিবেশিরাও জানিয়েছেন যে হুমাইরাকে শেষবার ২০২৪ সালের সেপ্টেম্বর অক্টোবর মাসেই দেখা গিয়েছিল। আশ্চর্যজনকভাবে তাঁর অ্যাপার্টমেন্টে একই তলার অন্য ঘরটিতে কেউ থাকত না সেই সময়, ফলে তাঁর মৃতদেহের পচা গন্ধ কেউ টের পায়নি। এই কারণেই এত মাস ধরে তাঁর মৃত্যুর কথা জানাই যায়নি।

পুলিশসূত্রে জানা গিয়েছে যে মাসের পর মাস বাড়ির ভাড়া মেটাননি হুমাইরা আসগর। বাড়িওয়ালা ভাড়া না পেয়ে অভিযোগ দায়ের করেন। তারপর আদালতের নির্দেশে ফ্ল্যাট খালি করতে গিয়ে মৃতদেহটি মেলে।  পুলিশ  পচাগলা দেহটি উদ্ধার করে।