নয়াদিল্লি: মুম্বইয়ের বান্দ্রায় ২৪১২ বর্গ গজ জমি বর্ষীয়াণ অভিনেতা দিলীপ কুমার তুলে দিয়েছিলেন প্রোমোটারি সংস্থা প্রাজিতা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেডের হাতে। ১১ বছর পরেও সেই জমিতে কোনওরকম নির্মাণ কাজ না হওয়ায় আদালতের দ্বারস্থ হন তিনি। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, ৭ দিনের মধ্যে সংশ্লিষ্ট সংস্থা দিলীপকে তাঁর জমি ফেরত দেবে। বদলে তিনি তাদের দেবেন ২০ কোটি টাকা।


২০০৬-এ দিলীপ কুমার ওই রিয়্যাল এস্টেট সংস্থার হাতে তুলে দেন তাঁর জমি। চুক্তি অনুযায়ী জমিতে ২ বছরের মধ্যে নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার কথা ছিল। কিন্তু সংশ্লিষ্ট সংস্থা এখনও পর্যন্ত কোনও কাজই শুরু করেনি। তবে সুদ বাবদ দিলীপকে তারা দেয় প্রায় সাড়ে আট কোটি টাকা। জমি ফেরত চেয়ে বর্ষীয়াণ অভিনেতা আদালতে আবেদন করেন। তিনি বলেন, ওই জমি ফেরত পেতে সংস্থাটিকে ২০ কোটি টাকা দিতে রাজি আছেন তিনি।

মমালা গড়ায় সুপ্রিম কোর্টে। গোটা পরিস্থিতি খতিয়ে দেখে বিচারপতি জে চেলমেশ্বর ও এস আবদুল নাজিরের বেঞ্চ প্রাক্তন বিচারপতি পি ভেঙ্কটরামা রেড্ডিকে এই মামলার আরবিট্রেটর হিসেবে নিয়োগ করেছে। তিনি খতিয়ে দেখবেন, প্রাজিতা সংস্থাটি দিলীপকে কোনও ক্ষতিপূরণ দেবে কিনা।

ওই জমিতে সংস্থাটি যে সব নিরাপত্তারক্ষীদের পাহারায় রেখেছে, তাঁদেরও সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে তারা।