কলকাতা: থানায় অভিযোগ দায়ের..বার বার বলে চলেছেন, এটা আত্মহত্যা নয়, খুন। কার্যত এই যুদ্ধ শুরু হল পল্লবী দের বাবা-মায়ের। থানায় অভিযোগ দায়ের করে পল্লবীর বাবা কেবল বললেন, 'নিরপেক্ষ তদন্ত চাই'। 


অভিনেত্রী পল্লবী দে-র (Pallavi Dey)-র মৃত্যু ঘিরে যেন ক্রমশই ঘনীভূত হচ্ছে রহস্য। ইতিমধ্যেই অভিনেত্রীর লিভ ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তী ও পল্লবীর বান্ধবী ঐন্দ্রিলার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে পল্লবীর পরিবার। আর এবার পল্লবীর পরিবারের প্রশ্ন, সিলিং থেকে ঝুলে আত্মহত্যা করেছেন পল্লবী, কিন্তু ওই উচ্চতায় ওঠার মতো কোনও আসবাব ছিলই না ঘরে!


আরও পড়ুন: Pallavi Dey Death: পল্লবীর লিভ ইন পার্টনার ও বান্ধবীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের পরিবারের


পল্লবীর পরিবারের অভিযোগ, ' পল্লবী সিলিং থেকে ঝুলে আত্মহত্যা করেছিলেন, কিন্তু সেই ঘরে সিলিং অবধি পৌঁছনোর মতো কোনও চেয়ার, টেবিল বা অন্যান্য সামগ্রী ছিল না। তবে নিজের গলায় নিজে ফাঁস দেওয়ার জন্য কি করে সিলিং অবধি পৌঁছলেন পল্লবী? তাঁকে মৃত্যুর পরে প্রথম দেখে তাঁর লিভ ইন পার্টনারই। মৃতদেহ নামানোর পর পল্লবীরই ফোন থেকে তাঁর মা-কে ফোন করেন সাগ্নিক। সেই ফোনে তিনি জানিয়েছিলেন, পল্লবী অচৈতন্য হয়ে গিয়েছে।'


পল্লবীর পরিবারের আইনজীবী বলছেন, 'পল্লবী সিলিং থেকে ঝুলে আত্মহত্যা করেছিলেন, কিন্তু সেই ঘরে সিলিং অবধি পৌঁছনোর মতো কোনও চেয়ার, টেবিল বা অন্যান্য সামগ্রী ছিল না। তবে নিজের গলায় নিজে ফাঁস দেওয়ার জন্য কি করে সিলিং অবধি পৌঁছলেন পল্লবী? তাঁকে মৃত্যুর পরে প্রথম দেখে সাগ্নিক। মৃতদেহ নামানোর পর পল্লবীরই ফোন থেকে তাঁর মা-কে ফোন করেন সাগ্নিক। সেই ফোনে তিনি জানিয়েছিলেন, পল্লবী অচৈতন্য হয়ে গিয়েছে ও তাঁর কোলে শুয়ে আছে। এই মিথ্যাচার কেন? কিছু আর্থিক প্রতারণার খোঁজও পাওয়া গিয়েছে। আর সাগ্নিকের একটি অন্য সম্পর্কও তৈরি হয়েছিল। পল্লবীর অনুপস্থিতিতে সে পল্লবীরই ফ্ল্যাটে আসত।'