কলকাতা: ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী পল্লবী শর্মা (Pallavi Sharma), আজ থেকে সম্প্রচারিত হবে নতুন ধারাবাহিক, 'তারে ধরি ধরি মনে করি'। এই ধারাবাহিকে অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রথমবার জুটি হিসেবে দেখা যাবে পল্লবীকে। ধারাবাহিকের নায়ক, গোরা শ্রী চৈতন্য মহাপ্রভুর আদর্শে দিক্ষীত, আর নায়িকা... সংসারী। গল্পের প্রোমো জুড়ে রয়েছে প্রেম আর ভক্তির এক অদ্ভুত গল্প।

Continues below advertisement

নতুন ধারাবাহিকের নাম, 'তারে ধরি ধরি মনে করি' । এই ধারাবাহিকের গল্প শুরু দুটি মানুষকে নিয়ে । তাদের মধ্যে একজন মানুষ এমন যে তার বিবাহিত জীবন থেকে পালাতে চাইছে, আর অন্যদিকে রয়েছে এমন একজন মেয়ে, যে মরিয়া হয়ে একটা পরিবার খুঁজছে । একসঙ্গে থাকার জন্য । নবদ্বীপে একটা পরিণত মানুষ আর একজন ঝলমলে অল্পবয়সী মেয়ের প্রেমের গল্প নিয়েই আসছে নতুন ধারাবাহিক । ধারাবাহিকের নায়কের নাম, গোরা । ধারাবাহিকের নায়িকার নাম, রূপমঞ্জরী ।

ধারাবাহিকের প্রোমোতে দেখা যাচ্ছে, গোরা আর রূপমঞ্জরী বিবাহিত, তাঁদের বাড়িতে রাস উৎসব হচ্ছে। রূপমঞ্জরী যখন সংসার নিয়ে সুখী, তখন বাড়ি থেকে বেরিয়ে যায় গোরা, নিরুদ্দেশ হয়ে যায়। স্বামীকে ফিরে পেতে, বৃন্দাবন থেকে কাশী.. সমস্ত জায়গায় ঘুরে বেড়াতে থাকে রূপমঞ্জরী। অবশেষে বৃন্দাবনে, দোলের দিনে গোরার সঙ্গে দেখা হয় রূপমঞ্জরীর। কিন্তু এ কোন গোরা? তার পরণে সাধুর বেশ.. রূপমঞ্জরীকে চিনতেই পারে না সে। নিজের স্ত্রীর কাছেই ভিক্ষা চায়। গোরাকে কি আবার নিজের সংসার জীবনে ফিরিয়ে আনতে পারবে রূপমঞ্জরী? সেই নিয়েই এগিয়ে যাবে ধারাবাহিকের গল্প। 

Continues below advertisement

ফেব্রুয়ারিতে শেষ হয়েছিল তাঁর ধারাবাহিক 'নিম ফুলের মধু' । এই ধারাবাহিকে রুবেল দাসকে দেখা গিয়েছিল পল্লবীর বিপরীতে । এই জুটিকে ভীষণ পছন্দ করেছিলেন দর্শকেরা । তবে এই ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পরে, কিছুটা বিরতি নিয়েছিলেন পল্লবী । কিছুটা সময় দিতে চেয়েছিলেন নিজেকে । সেই কারণেই ধারাবাহিক থেকে একটা ছোট্ট বিরতি নিয়েছিলেন পল্লবী । ফের নতুন চরিত্র নিয়ে ফিরছেন তিনি । পল্লবী এমনিতেই ছোটপর্দার ভীষণ পরিচিত মুখ । জনপ্রিয় ও বটে । আর এবার, নতুন চরিত্রে দর্শকদের চমকে দেওয়ার জন্য তৈরি তিনি ।

জি বাংলার পর্দায় দেখা যাবে এই ধারাবাহিক।