কলকাতা: এই সিজন ঘিরে জড়িয়ে রয়েছে সারল্য আর এক গ্রাম্য জীবনের গল্প। 'পঞ্চায়েত' (Panchayat)। এই ওয়েব সিরিজের নতুন সিজন দেখার জন্য অপেক্ষায় থাকেন সমস্ত অনুরাগীরা। আর এবারের সিজনের প্রথম প্রশ্নই তো.. প্রধানজীকে গুলি মারল কে? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই, শুরু হল 'পঞ্চায়েত ৪'-এর শ্যুটিং।
সোশ্যাল মিডিয়ায় আজ অ্যামাজন প্রাইমের তরফ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে শ্যুটিং শুরুর বেশ কয়েকটি ছবি। সঙ্গে সেই বিখ্য়াত লাইন.. 'এ ভুটকুন.. চার কাপ চায়ে বোল দিয়া যায়'। যাঁরা এই সিজনগুলি দেখেছেন, তাঁরা এই লাইন জানবেন না তা হতেই পারে না। সচিবজী হয়েই ফিরছেন জিতেন্দ্র কুমার (Jitendra Kumar)। ফিরছেন চন্দন রায় (Chandan Roy) ও ফজল মল্লিক (Faisal Malik)। আর ফিরছে সচিবজী আর রিঙ্কির সেই মিষ্টি প্রেমের গল্প। তবে এবার একেবারে সামনে পঞ্চায়েত নির্বাচন। কী হবে সেই নির্বাচনে, সেই গল্পই এবার দেখা যাবে পঞ্চায়েতে।
গ্রাম পঞ্চায়েত ফুলেরায় চাকরি খুঁজতে আসে এক শহুরে ছেলে, সেই থেকেই শুরু হয়েছিল এই সিরিজের গল্প। গ্রাম পঞ্চায়েত ফুলেরার অফিসই হয় তাঁর থাকবার ঘর। সেখানে হাজারটা সমস্যা.. সচিবজীর আর সেখানে মন টেঁকে না। কিন্তু সময় বদলায়, পরিস্থিতি বদলায়। কখন যেন ধীরে ধীরে সেই গ্রাম ফুলেরাই আপন করে নেয় তাদের সচিবজীকে। গ্রামের বিভিন্ন ঘটনা হয়ে ওঠে তার নিজের সমস্যা। প্রত্যেকটা সমস্যার সমাধানে সে ঝাঁপিয়ে পড়ে। গ্রামের প্রধানজী, প্রহ্লাদরা হয়ে ওঠে সচিবজীর বন্ধু। মিলে যায় সুখ দুঃখ।
কিন্তু এতটা সোজা নয় পঞ্চায়েতের গল্প। সেখানে রাজনীতি রয়েছে, দ্বৈরথ রয়েছে। রয়েছে জীবনের বিভিন্ন ওঠাপড়াও। আবার রয়েছে প্রেমও। পঞ্চায়েত প্রধানের মেয়ে পিঙ্কি আর সচিবজীর মধ্যে জমে ওঠে প্রেম। তবে সেই প্রেমও সহজ পথে এগোয় না। সেখানে আসতে থাকে কত রকমের বাধা। শেষমেষ তৃতীয় সিরিজের শেষ হয় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির হাতে প্রধানজীর গুলি খাওয়া দিয়ে। কে গুলি করল প্রধানজী কে? কীই বা হবে আগামী পঞ্চায়েত নির্বাচনে? সেই গল্পই দেখা যাবে আগামী সিরিজে।
আরও পড়ুন: Roma Michael: খোলামেলা পোশাকে মার্জার সরণীতে আসতেই মুহূর্তে ভাইরাল পাক মডেল, কে এই রোমা?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে