কলকাতা: 'মুল্ক', 'আর্টিকল ১৫', 'থপ্পড়'-এর মতো ছবির পর সত্য ঘটনা অবলম্বনে অনুভব সিনহা  তৈরি করেছেন  'ভীড়'(Bheed)। ইতিমধ্য়েই প্রকাশ্য়ে এসেছে রাজকুমার রাও (Rajkummar Rao) ও ভূমি পেডনেকর (Bhumi Pednekar) অভিনীত এই ছবির  ট্রেলার। 


ছবির ট্রেলারেই বোঝা যাচ্ছে, ২০২০ সালে কোভিড যেভাবে আছড়ে পড়েছিল বিশ্ববাসীর ওপর, ও তার ফলে লকডাউনের সময় মানুষের যে দুর্দশা হয়েছিল, সেই ছবিই উঠে আসতে চলেছে এই সিনেমায়। হাজার হাজার শ্রমিক যেভাবে পায়ে হেঁটে শহর থেকে নিজেদের গ্রামে ফিরছিলেন, তারই হুবহু বর্ণনা উঠে এসেছে এই ছবিতে।


এর পাশাপাশি, ছবিটি টিজারে ১৯৪৭ সালের দেশভাগের ভয়াবহতার একাধিক দৃশ্য়পট ও ২০২০-র লকডাউনের হৃদয়বিদারক ছবিকে ভয়েসওভারের সঙ্গে যুক্ত করা হয়েছে। আর এরপরই ছবি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। নেটাগরিকদের একাংশের মত, দেশভাগের সঙ্গে এই ঘটনাকে যুক্ত করা ইচ্ছাকৃত। এতে ভারতকে ছোট করে দেখানো হয়েছে। পাশাপাশি এই ছবিকে ভারত-বিরোধী বলেও দাবি করেছেন অনেকে।


আরও পড়ুন...


Gaslight: ঘন হচ্ছে রহস্য়, খুনের তদন্ত শুরু সারা-বিক্রান্ত-চিত্রাঙ্গদার


এপ্রসঙ্গে মুখ খুলেছেন প্রবীণ অভিনেতা পঙ্কজ কপূর। তিনি বলেছেন, 'আমাদের সমাজে, যা আপনি  এক ফোঁটা বৃষ্টি হওয়ার আগেই মানুষ বর্ষা ঘোষণা করে দেয়। তাই ছবি দেখার আগেই তারা মতামত দিতে শুরু করেছেন। ছবির বিষয়বস্তু অত্য়ন্ত সঙ্গত ও সময়োপযোগী। তাই বন্দুক নিয়ে ঝাঁপিয়ে পড়ার আগে ছবিটি দেখুন ও তারপর মতামত দিন।'  নেটাগরিকদের এই ছবিকে ভারত বিরোধী তকমা দেওয়াকেও হাস্য়কর বলে তোপ দেগেছেন শাহিদ কপূরের বাবা।


সামাজিক প্রেক্ষাপটে তৈরি এই ছবি পুরোটাই শ্যুট করা হয়েছে সাদা-কালোয়। করোনা অতিমারী চলাকালীন আন্তঃরাজ্য ভ্রমণের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা লাগু হয়েছিল তা কীভাবে দৈনিক মজুরি বা পরিযায়ী শ্রমিকদের জীবন ধ্বংস করেছিল তার ওপর আলোকপাত করবে এই ছবি।


২০২০ সালের মার্চ মাসে করোনার প্রকোপ যখন ধীরে ধীরে বাড়ছে তখন সংক্রমণ ঠেকাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশজুড়ে যে লকডাউন ঘোষণা করেন, তারপরের কিছু ঘটনা অবলম্বনেই এই ছবি তৈরি। 


এই ছবিতে রাজকুমার রাওকে দেখা যাবে এক পুলিশ অফিসারের চরিত্রে। অন্যদিকে এক ডাক্তারের ভূমিকায় দেখা যাবে ভূমি পেডনেকরকে। এই ছবিতে পঙ্কজ কপূর, আশুতোষ রানা, দিয়া মির্জা, বিরেন্দ্র সাক্সেনা, আদিত্য শ্রীবাস্তব, কৃতিকা কামরা, কর্ণ পণ্ডিতের মতো অভিনেতাদেরও দেখা যাবে। ভূষণ কুমারের 'টি সিরিজ' ও অনুভব সিন্হার 'বেনারস মিডিয়াওয়ার্কস' ছবির প্রযোজনা করছে। 


২৪শে মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবি।