মুম্বই: ঘোষণা হয়েছিল আগেই.. অবশেষে হাতে পেলেন জাতীয় সম্মান। '৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার' (69th National Film Awards)-এ বলিউড চলচ্চিত্র 'মিমি' (Mimi)-র জন্য সেরা সহ অভিনেতা (Best Supporting Actor) হিসেবে পুরস্কৃত হয়েছিলেন পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi)। মঙ্গলবার, দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ (Droupadi Murmu)-র হাত থেকে সেই পুরস্কার নিলেন অভিনেতা।
রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নেওয়ার পরে, সংবাদসংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে পঙ্গজ বলেন, 'আমরা প্রচুর পরিশ্রম করে এক একটা ছবি বানাই। কেবল অভিনেতা অভিনেত্রী নন, একটি ছবির সঙ্গে বহু মানুষ যুক্ত থাকেন। যে বিচারকেরা আমায় ও কৃতিকে পুরস্কার দেওয়ার জন্য মনোনীত করেছেন, আমরা তাঁদের প্রতি কৃতজ্ঞ। আমি এই পুরস্কার বাবাকে উৎসর্গ করেছি। উনি থাকলে ভীষণ খুশি হতেন।'
নিজের আগামী কাজ নিয়ে কথা বলতে গিয়ে পঙ্কজ বলেন, 'সামনেই 'কড়ক সিং' বলে একটি ছবি মুক্তি পাওয়ার কথা। এরপর আসছে অটলজীর (অটল বিহারী বাজপেয়ী)-র বায়োপিক। এছাড়াও লম্বা তালিকা রয়েছে ছবির।
'মিমি' ছবি মন জয় করেছিল দর্শকের। মুখ্য চরিত্রে কৃতী শ্যানন যেমন নজর কাড়েন, তেমনই দর্শকের মনে ধরেছিল পঙ্কজ ত্রিপাঠীর অনবদ্য অভিনয়। এই ছবির জন্য সহ অভিনেতার খেতাব জিতলেন পঙ্কজ। কিন্তু ঠিক মত সেই আনন্দ উপভোগ করার মতো মানসিক পরিস্থিতি সেই সময়ে ছিল না অভিনেতার। সম্প্রতি পিতৃবিয়োগ ঘটেছে তাঁর। উচ্ছ্বাস স্তিমিত, তাতে মিশল আবেগ ও আক্ষেপ।
সেরা সহ অভিনেতা হিসেবে 'জাতীয় পুরস্কার' পেয়ে তা সদ্য প্রয়াত বাবাকে উৎসর্গ করেছিলেন পঙ্কজ ত্রিপাঠী। নাম ঘোষণার পর বিবৃতি দিয়ে অভিনেতা বলেছিলেন, 'এটি দুর্ভাগ্যবশত আমার জন্য ক্ষতি এবং শোকের সময়। যদি বাবুজি বেঁচে থাকতেন, তিনি আমার জন্য অত্যন্ত খুশি হতেন। যখন প্রথম জাতীয় পুরস্কারের জন্য আমার নাম মনোনীত হয়, তিনি অত্যন্ত গর্বিত ও খুশি হয়েছিলেন'।
আরও পড়ুন: Indrani Haldar: রাজনৈতিক চরিত্রে ওয়েব সিরিজে ইন্দ্রাণী, প্রিয়ঙ্কা-গৌরব-উষসীর ত্রিকোণ প্রেমের গল্প?