কলকাতা: পশ্চিমবঙ্গে আসার পথে, সড়ক দুর্ঘটনায় মৃত্য়ু হল বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর (Pankaj tripathi) ভগ্নিপতির। অভিনেতার বোনও গুরুতর আহত বলে পিটিআই সূত্রে খবর। পায়ে গুরুতর চোট পেয়েছেন পঙ্কজ ত্রিপাঠীর বোন সবিতা তিওয়ারি। ঝাড়খণ্ডের ধানবাদ এলাকায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। তাঁদের সম্পর্কে ভাঙনের গুঞ্জন উঠেছে বার বার। শোনা গিয়েছিল, একসঙ্গে আর নাকি থাকছেন না তাঁরা। তবে বিয়ের জন্মদিনে কাছাকাছি ঐশ্বর্য্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) ও অভিষেক বচ্চন (Abhishek Bacchan)। সঙ্গী আরাধ্যা বচ্চন (Aaradhya Bachchan)। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নিয়েছেন ঐশ্বর্য্য নিজেই। আর এতেই যেন জল্পনাই ইতি পড়ল তাঁদের বিচ্ছেদের জল্পনায়। আজ বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন
শাশ্বত-অপরাজিতার এক অন্য সম্পর্কের গল্প বলছেন মানসী
ভালবাসার কি সত্যিই কোনও বয়স হয়? সংসার, দায়িত্ব সমস্ত কিছু সামলে, বয়সের হিসেব না কষেই যদি দুটি মানুষ ভালবেসে ফেলে একে অপরকে, সেই প্রেমকে কি পরিণতি দেয় সমাজ? সেই প্রশ্নই তুলে দিয়ে যায় মানসী সিংহের প্রথম ছবি, 'এটা আমাদের গল্প'। মুখ্যভূমিকায় অপরাজিতা আঢ্য (Aparajita Addhya) ও শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। মুক্তি পেল নতুন ছবি 'এটা আমাদের গল্প'- ট্রেলার ('Eta Amader Golpo' Trailer Out)। মানসী সিংহ পরিচালিত ও শুভঙ্কর মিত্র, 'ধাগা প্রোডাকশন' প্রযোজিত 'এটা আমাদের গল্প' ছবিটি মূলত এক এমন ভালাবাসার গল্প বলে, যা সমাজের চোখে খুব একটা সাধারণ নয়। সমাজ, সংসারের সমস্ত দায়িত্ব পালন করে একটা বয়সের পরে শেষমেষ যেন একা হয়ে যান মানুষ। সেই সময় যদি মানুষ ফের একবার সুযোগ দিতে চায় জীবনকে.. তা কি অপরাধ?
ভালবাসার ১৭.. বিবাহবার্ষিকীতে এক ফ্রেমে অভিষেক-ঐশ্বর্য্য, রইল আরাধ্যাও
তাঁদের সম্পর্কে ভাঙনের গুঞ্জন উঠেছে বার বার। শোনা গিয়েছিল, একসঙ্গে আর নাকি থাকছেন না তাঁরা। তবে বিয়ের জন্মদিনে কাছাকাছি ঐশ্বর্য্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) ও অভিষেক বচ্চন (Abhishek Bacchan)। সঙ্গী আরাধ্যা বচ্চন (Aaradhya Bachchan)। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নিয়েছেন ঐশ্বর্য্য নিজেই। আর এতেই যেন জল্পনাই ইতি পড়ল তাঁদের বিচ্ছেদের জল্পনায়। পায়ে পায়ে ১৭ বছর পেরিয়ে গেল অভিষেক-ঐশ্বর্য্যর একসঙ্গে থাকা। 'Dhaai Akshar Prem Ke' ছবিতে কাজ করতে গিয়ে প্রথম আলাপ হয় অভিষেক-ঐশ্বর্য্যর। সালটা ছিল ২০০০। এরপরে ২০০৬ সালে ফের 'উমরাও জান' (Umrao Jaan) ছবিতে কাজ করেন তাঁরা। সেই থেকেই তাঁদের মধ্যে বন্ধুত্ব। এরপরে, নিউ ইয়র্কে একটি শ্যুটিংয়ের সময় থেকেই অভিষেক বুঝতে পারেন, তিনি প্রেমে পড়েছেন। ঐশ্বর্য্যকে বিয়ে করতে চান তিনি। এর অনেক বছর পরে, ২০০৭ সালে 'গুরু'-র শ্যুটিংয়ের সময় ঐশ্বর্য্যকে প্রেম নিবেদন করেন অভিষেক। জানান, তাঁকে বিয়ে করতে চান তিনি। প্রস্তাবে রাজি হয়ে যান ঐশ্বর্য্য। সেই সালেই সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। রাজকীয় সেই বিয়েতে সামিল হয়েছিলেন সবাই। এরপরে, ২০১১ সালে তাঁদের মধ্যে আসে ছোট্ট আরাধ্যা। আজ ঐশ্বর্য্য যে ছবি শেয়ার করে নিয়েছেন, সেখানে দেখা যাচ্ছে গাঢ় লাল লিপস্টিক, হালকা রঙের পোশাকে সেজেছেন ঐশ্বর্য্য। মানানসই সাজে অভিষেকও। চোখে চশমা। মায়ের কাঁধে মাথা রেখে হাসছে ছোট্ট আরাধ্যা। অভিষেক ঐশ্বর্য্যর অনুরাগীরা যেন ভালবাসা উজাড় করে দিয়েছেন তাঁদের এই ছবিতে। জানিয়েছেন বিশেষ দিনের শুভেচ্ছাও।
পশ্চিমবঙ্গে আসার পথে দুর্ঘটনা, পঙ্কজ ত্রিপাঠীর ভগ্নিপতির মৃত্যু, গুরুতর আহত বোন
পশ্চিমবঙ্গে আসার পথে, সড়ক দুর্ঘটনায় মৃত্য়ু হল বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর (Pankaj tripathi) ভগ্নিপতির। অভিনেতার বোনও গুরুতর আহত বলে পিটিআই সূত্রে খবর। পায়ে গুরুতর চোট পেয়েছেন পঙ্কজ ত্রিপাঠীর বোন সবিতা তিওয়ারি। ঝাড়খণ্ডের ধানবাদ এলাকায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। পিটিআই সূত্রে খবর, দিল্লি-কলকাতা জাতীয় সড়কে আসার পথে বিকেল সাড়ে ৪ টে নাগাদ দুর্ঘটনা ঘটে। পঙ্কজ ত্রিপাঠী ভগ্নিপতি রাকেশ তিওয়ারি এবং তাঁর বোন সবিতা তিওয়ারি বিহারের গোপালগঞ্জ জেলা থেকে পশ্চিমবঙ্গের দিকে আসছিলেন। ঝাড়খণ্ডের ধানবাদ এলাকায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিসা মার্কেটে পৌঁছনোর আগেই, তাদেঁর দ্রুত বেগে ছুটে আসা গাড়ি একটি ডিভাইডারে ধাক্কা মারে। গাড়ির নাম্বার WB44D-2899 । দুর্ঘটনার আগে গাড়ির বেগ এতটাই বেশি ছিল না, ডিভাডারে ধাক্কা মারার সঙ্গে ভেঙে খণ্ড খণ্ড হয়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়দের সাহায্য নিয়ে গাড়ি থেকে পুলিশ ওই দুইজনকে উদ্ধার করে।
পাহাড়ের কোলে নতুন রহস্য গল্প, মুখ্যভূমিকায় রাজেশ শর্মা
ফের নতুন গল্প, নতুন থ্রিলার। স্বর্ণশিখরের পরিচালনায় আসছে নতুন ছবি 'তেঁতো'। অভিনয় করছেন রাজেশ শর্মা (Rajesh Sharma), সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty) ও অভিনেতা তেজ (Tej)। পাহাড়ের কোলে, একটি রহস্যের গল্প বুনেছেন পরিচালক। শুধু রহস্য নয়, ছবির পরতে পরতে রয়েছে চমক। সুদীপ্তা চক্রবর্তীকে দেখা যাবে একেবারে অন্যরকম চরিত্রে। গোটা ছবির শ্যুটিংই হয়েছে উত্তরবঙ্গে। এই ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন, দেবেশ রায়চৌধুরী, অঙ্কুশ্রী মাইতি, অরুন্ধতী চক্রবর্তী, অরুনাভ দত্ত, অয়ন মুখোপাধ্যায় ও অন্যান্যরা। এই ছবির কাহিনী-বিন্যাস কিছুটা এমন.. চুপচাপ ও শান্ত স্বভাবের একটি চরিত্র জ্যোতির্ময়। সে তার বাবার মৃত্যুর পরে, এক নির্জন পাহাড়ি গ্রামে থাকে। সঙ্গে থাকে দিদি ও কাকা। কিন্তু সুস্থ স্বাভাবিক জীবনযাপন নয় জ্যোতির্ময়ের। এক তীব্র মানসিক সমস্যার সঙ্গে লড়াই করতে হয় তাকে।
দাবার সঙ্গে মিশে গেল প্রেমের গল্প, মৈনাক-সুরঙ্গনার গলায় 'ঝগড়া করি চল'
সাদা-কালো দাবার ছকে যেমন লড়াইয়ের গল্প হয়, তেমনই বোনা হয় প্রেমের গল্পও। মুক্তি পেল 'দাবাড়ু' (Dabaru) ছবির প্রথম গান, 'ঝগড়া করি চল'। বিখ্যাত দাবাড়ু সূর্য শেখর গঙ্গোপাধ্যায়ের জীবনকে রুপোলি পর্দায় তুলে ধরেছেন পথিকৃৎ বসু (Pathikrit Basu)। গ্রীষ্মের ছুটিতে মুক্তি পাবে ছবিটি। আর যে গানটি সদ্য মুক্তি পেল, সেখানে দাবা নয়, রয়েছে এক সরল, কিশোর-কিশোরীর ভালবাসার গল্প। এই গানের লিরিক্স লিখেছেন ও কম্পোজিসন তৈরি করেছেন প্রসেন। মৈনাক মজুমদার ও সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় (Mainak Mazoomdar & Surangana Bandhyopadhyay)-এর কন্ঠে শোনা যাবে এই গানটি। উইন্জোডের ছবি মানেই সেখানে বেশিরভাগ সময়েই গুরুত্বপূর্ণ জায়গা পায় গান। নন্দিতা রায় (Nandita Roy) ও সঞ্জয় আগরওয়ালের পরিচালনায় (Sanjay Agarwal)-এর প্রযোজনায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee)-এর ক্রিয়েটিভ প্রযোজনায় তৈরি হয়েছে নতুন ছবি।
আরও পড়ুন: ACP Pradyuman: 'কুছ তো গড়বড় হ্যায়....' এখন কেমন আছেন, কী করছেন 'সিআইডি'-র 'এসিপি প্রদ্যুমন'?