কলকাতা: গড়িয়াহাট থানায় বিজেপির IT সেলের প্রধান অমিত মালব্যর (Amit Malviya) নামে অভিযোগ দায়ের করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। তৃণমূলের অভিযোগ, ১৯ এপ্রিল এক্স হ্যান্ডলে পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর, অসত্য ও ভিত্তিহীন অভিযোগ করেন অমিত। তার প্রেক্ষিতেই গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেন চন্দ্রিমা। এ নিয়ে বিজেপি-র প্রতিক্রিয়া এখনও পর্যন্ত মেলেনি। 


গড়িয়াহাট থানায় অমিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন চন্দ্রিমা, তাতে মমতাকে নিয়ে অমিতের সোশ্যাল মিডিয়া পোস্টের স্ক্রিনশটও জমা দেন তিবি। চন্দ্রিমা অভিযোগ করেছেন যে, মমতার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলেছেন অমিত। নির্বাচন চলাকালীন উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আক্রমণ করা হয়েছে মমতাকে।


অভিযোগপত্রে চন্দ্রিমা জানিয়েছেন, দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অপমানজনক টিপ্পনি করা হয়েছে, ওঁর ভাবমূর্তি কালিমালিপ্ত করার চেষ্টা হয়েছে। অমিত মমতাকে নিয়ে যে মন্তব্য করেছেন, তাতে মহিলা হিসেবে তিনি নিজেই আহত হয়েছেন, শঙ্কা বোধ করেছেন, তাই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কতটা আঘাত পেয়েছেন, তাও বোঝা যাচ্ছে।  চন্দ্রিমার দাবি, মমতাকে নিশানা করে আসলে সমাজে বিভেদ এবং বিদ্বেষ সৃষ্টি করাই লক্ষ্য ছিল মমতার। ভারতীয় দণ্ডবিধির  ৫০০ (মানহানি) এবং ৫০৯ (নারীর সম্মানহানি) ধারায় অমিতের বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানিয়েছেন। 




আরও পড়ুন: Abhijit Gangopadhyay: 'খবর আছে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের তোড়জোড় করছেন', মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের


নির্বাচনী মরশুমে রাজনৈতিক তরজা অব্যাহত। সেই আবহেই সম্প্রতি মমতার বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ তোলে বিজেপি। মালব্য নিজে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওর কিছু অংশ পোস্ট করেন, যার সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দয ওই পোস্টে অমিত তিনি লেখেন, 'যাঁর মুখ এমনিতেই খারাপ, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ভাল কিছু প্রত্যাশা করা যায় না। কিন্তু এবার সবকিছুকে ছাপিয়ে গিয়েছেন উনি'।


মমতাকে আক্রমণ করে মালব্য আরও লেখেন, 'মানুষের চোখে আরও নীচে নামতেই পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু যে ভাষা তিনি বোঝেন, সেই ভাষায় জবাব দেওয়া হলে তখন নিজেকে পীড়িত হিসেবে দেখানো উচিত নয় ওঁর। সমসাময়িক আর কোনও রাজনীতিকই মমতা বন্দ্য়োপাধ্যায়ের মতো এত জঘন্য এবং ঘৃণ্য নন। পশ্চিমবঙ্গের মানুষ অনেক সয়েছেন'। অমিতের ওই পোস্ট নিয়েই থানায় গিয়েছেন চন্দ্রিমা। অমিত মিথ্যে অভিযোগ করছেন বলে দাবি তাঁর।