কলকাতা: তাঁকে দর্শক চিনেছেন, ভালবেসেছেন অন্য ধারার চরিত্রে। অন্য ধারার গল্পে। ফের একবার অন্য ধারার চরিত্রে, অন্য় ধারার গল্পে আসছেন তিনি। পাওলি দাম (Paoli Dam) অভিনীত 'ছাদ' ছবিটি মুক্তি পাবে জানুয়ারি মাসের শেষের দিকে। ইতিমধ্যেই একাধিক ফিল্ম ফেস্টিভ্যাল ঘুরে এসেছে এই ছবি। প্রশংসিত হয়েছে, জিতেছে পুরস্কারও। আর এবার, সাধারণ দর্শকদের জন্য মুক্তি পাচ্ছে এই ছবি। সেই ছবির বিষয়বস্তু নিয়ে এবিপি লাইভের সঙ্গে কথা বললেন, পরিচালক ইন্দ্রাণী চক্রবর্তী ও অভিনেত্রী পাওলি দাম। 


ছবির নাম 'ছাদ'। কী নিয়ে তৈরি এই ছবি? ইন্দ্রাণী বলছেন, 'ছাদ অর্থাৎ মুক্তির প্রতীক। আমার ছবিটাতে ছাদ স্বাধীনতার প্রতীক। যে স্বাধীনতার খোঁজ আমরা সবাই করি, সেই স্বাধীনতাই হল ছাদ। আমার যে মুখ্যচরিত্র মিত্রা, ছাদটা তাঁর কাছে খুব প্রিয় জায়গা। সেটা তাঁর আন্তরিক জায়গা। সেই জায়গাটা যদি কখনও তাঁর থেকে কেড়ে নেওয়া হয়, তাহলে যে কঠিন পরিস্থিতি তৈরি হয়, সেটা নিয়েই আমার ছবি।' আর পাওলি এই ছবিতে নিজের চরিত্র নিয়ে বলছেন, 'ছাদ মানেই তো একটা স্বাধীনতা। সেটা ছেলে বা মেয়ে যে কোনও মানুষের হতে পারে। এই গল্পে আমার চরিত্রের নাম মিত্রা। সে লিখতে খুব ভালবাসে। অনেক সময়ে একটা বিবাহিত দম্পতির মধ্যে একটা অহংয়ের লড়াই চলে। দুজনেই যদি সমানভাবে, সমান দক্ষতায় কাজ করে, তাহলে এই পরিস্থিতি তৈরি হতে তো আমরা দেখি ঘরে ঘরে। এ আমাদের চেনা ছবি। মিত্রা স্কুল শিক্ষিকা। সে খুব ভাল লিখতে পারে, হয়তো তাঁর স্বামীর থেকে বেশিই ভাল লিখতে পারে। খুব সুন্দর আঁকতেও পারে। মিত্রার স্বামী একটি খবরের কাগজের সম্পাদক। কিন্তু মিত্রা লেখার সুযোগটা পায় না। আমার মনে হয় যে কোনও সম্পর্কে সাপোর্ট সিস্টেমটা খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, যদি কোনও পুরুষ বোঝে যে একজন মেয়ে তার থেকে বেশি ভাল কাজ করে, সেটাকে সে যদি তুলে ধরার বদলে দাবিয়ে রাখার চেষ্টা করে, সেখানেই শুরু হয় অহংয়ের লড়াই। মিত্রার জীবনে যখন এমন টানাপোড়েন চলতে থাকে, তখনই তার কাছে নিঃশ্বাস নেওয়ার জায়গাটা হয়ে ওঠে ছাদ। কিন্তু সেই ছাদে যাওয়া নিয়েও মিত্রাকে অনেক পরিস্থিতির মুখোমুখি হতে হয়। আমার গল্পটা ভাল লাগার কারণ, এটা শুধু একটা ছাদের গল্প নয়, সমাজের বিভিন্ন দিক আয়নার মতোই তুলে ধরা হয়েছে এই ছবিতে।'


পাওলির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন পরিচালক ইন্দ্রাণীর? পরিচালক বলছেন, 'পাওলির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুব ভাল। ও খুব দক্ষ অভিনেত্রী। আমার মনে হয় মিত্রা চরিত্রটাকে ও খুব ভালভাবেই ফুটিয়ে তুলতে পেরেছে।' আর ইন্দ্রাণীর সঙ্গে কাজ করা নিয়ে পাওলি বলছেন, 'নতুনদের সঙ্গে কাজ করতে আমার চিরকালই ভীষণ ভাল লাগে। নতুন নতুন পরিকল্পনা, নতুনভাবে আলোচনা, কোনও হ্যাং ওভার থাকে না, নতুন নতুন অনেক কিছু জানা যায়। সিনেমা তো টিমওয়ার্ক বলেই মনে করি, সেখানে পরিচালকের দৃষ্টিভঙ্গিটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। নতুন, পুরনো বা কত কাজ করেছে তার থেকে গুরুত্বপূর্ণ পরিচালক কী ভাবছেন। সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ। ছবির বিষয়বস্তু গুরুত্বপূর্ণ বলেই ছাদ বেছেছিলাম। একেবারে অন্যরকম ছবিটা।'


পরিচালক জানাচ্ছেন, 'ছাদ' ইতিমধ্যেই একাধিক ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে একটি স্পেশাল জুরি অ্যাওয়ার্ডও পেয়েছে এই ছবি। অনেক ফিল্ম ফেস্টিভ্যাল খুবে অবশেষে ছাদ সাধারণ মানুষের জন্য মুক্তি পাচ্ছে ২০২৫ সালের জানুয়ারি মাসে।' ইতিমধ্যেই প্রশংসিত যে ছবির, তা নিয়ে কতটা প্রত্যাশা রয়েছে পাওলির? অভিনেত্রী বলছেন, 'ছবির চিত্রনাট্য আমার কাছে আসা থেকে শুরু করে অভিনয় করা পর্যন্ত আমি ছবিটার জন্য খাটি। তবে একবার অভিনয় শেষ হয়ে গেলে সেই ছবি নিয়ে আর ভাবি না। মনে হয়, ওটা আমার হাত থেকে বেরিয়ে গিয়েছে। তারপরে দর্শকের যদি ভাল লাগে, তাহলে সেটা উপরি পাওনা।'


আরও পড়ুন: Sudipta Chakraborty: কেউ গড়তে চান মহিলা শিল্পীদের নিয়ে ছৌ-নাচের দল, কেউ পড়াতে চান মেয়েকে... সুদীপ্তার শো যেন স্বপ্নপূরণের চাবিকাঠি


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।