কলকাতা: দীপাবলি মানেই তো আলোর উৎসব। আর সেই উৎসবেই সামিল হলেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) ও স্ত্রী পিয়া চক্রবর্তী (Piya Chakraborty)।  সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন প্রদীপ, বাজি আর উৎসবের ছবি। বিয়ের পরে, এই তো প্রথম একসঙ্গে কাটানো দীপাবলি তাঁদের। 


সোশ্যাল মিডিয়ায় আলাদা আলাদাভাবে ছবি শেয়ার করে নিয়েছেন পিয়া আর পরমব্রত। তবে পিয়ার শেয়ার করা ছবিতে পরমব্রত না থাকলেও, পরমব্রতর শেয়ার করা ছবিতে ঝলমল করছেন পিয়া। তাঁরা এই প্রথম একসঙ্গে দীপাবলি কাটাচ্ছেন। বিয়ের পরে এই প্রথম একসঙ্গে দীপাবলি উদযাপনের সুযোগ পেয়েছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় জুটিতে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন সবাই। ঘরোয়া ভাবেই যে কোনও উৎসব উদযাপন করতে ভালবাসেন পিয়া আর পরমব্রত। এর আগে বিভিন্ন উৎসব তাঁরা উদযাপন করেছেন ঘরোয়াভাবেই। 


কাজের ক্ষেত্রে, সদ্য হইচই-তে মুক্তি পেয়েছে পরমব্রত পরিচালিত ওয়েব সিরিজ 'নিকষ ছায়া'। 'পর্ণশবরীর শাপ'-এর জনপ্রিয়তাই কি পরিচালক পরমব্রতকে ভরসা দিয়েছিল 'নিকষ ছায়া' আনবার? অভিনেতা পরিচালক বলছেন, 'মানুষকে ভয় পাওয়ানো কঠিন, তবে অসম্ভব নয় তো। বাঙালি ভয় পেতে ভালবাসে। কয়েকজন বাঙালি একসঙ্গে হবেন আর ভূতের গল্প হবে না তাও কি হয়। 'পর্ণশবরীর শাপ' যে ভালবাসা পেয়েছিল, তারপরেই আমরা ঘোষণা করেছিলাম 'নিকষ ছায়া' আমার। বাংলা ছবিতে সিরিয়াস হরর তেমন হয়নি, আর আমার এই দিকটায় ভীষণ আকর্ষণ। সেই মতোই শ্যুটিং আর যাবতীয় পরিকল্পনা করা। 'পর্ণশবরীর শাপ' ভীষণ জনপ্রিয় একটা গল্প। 'নিকষ ছায়া' একটি উপন্যাস, তবে ততটা জনপ্রিয় নয়। আমরা গল্পটা থেকে চিত্রনাট্য তৈরি করার জন্য সামান্য বদল করেছি, তবে বড় বদল কিছু হয়নি।'


ইতিমধ্যেই হইচই-এর ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে এই সিরিজ। দর্শকদের মধ্যে বেশ প্রশংসিত হয়েছে এই সিরিজ ইতিমধ্যেই। আগামীতে এই সিরিজ দর্শকদের মধ্যে কতটা সাড়া ফেরতে পারে এখন সেটাই দেখার।


 






আরও পড়ুন: Amy Jackson: অগাস্টে নতুন জীবন শুরু, অ্যামি জ্যাকসন জানালেন, পরিবারে এবার আসছে নতুন সদস্য


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে