কলকাতা: ধীরে ধীরে বড় হচ্ছে একরত্তি। তাকে ঘিরেই এখন সময় কাটছে মা পিয়া চক্রবর্তীর (Piya Chakraborty)-র। ফের কাজ শুরু করলেও, বাড়িতেও যথেষ্ট সময় দিচ্ছেন বাবা পরমব্রত চট্টোপাধ্য়ায় (Parambrata Chatterjee)-ও। তবে ছেলের ছবি বা নাম, কিছুই প্রকাশ্যে আনেননি তাঁরা। তবে, দেবীপক্ষেই প্রথম ছেলের নাম ও ছবি প্রকাশ্যে আনলেন পরমব্রত আর পিয়া। টলিপাড়ার এই দম্পতি, তাঁদের ছেলের নাম দিয়েছেন নিষাদ। এই শব্দের অর্থ, সপ্তম সুর। অথবা এমন কেউ, যাঁকে দুঃখ কখনও স্পর্শ করেনি। নামের সঙ্গে সঙ্গে একরত্তির ছবিও প্রকাশ্যে আনলেন পিয়া। একরত্তি বড় বড় চোখ করে তাকিয়ে রয়েছে ক্যামেরার দিকে। সোশ্যাল মিডিয়ায় চতুর্থীর দিন সকালে এই ছবি প্রকাশ্যে আসতেই, সোশ্যাল মিডিয়ায় সবাই একরত্তিকে আশীর্বাদ আর আদরে ভরিয়ে দিচ্ছেন।

Continues below advertisement

সোশ্যাল মিডিয়ায় পিয়া লিখেছেন, 'সবাইকে আলাপ করিয়ে দিই নিষাদের সঙ্গে। নিষাদ। এই শব্দের অর্থ, সপ্তম সুর। অথবা এমন কেউ, যাঁকে দুঃখ কখনও স্পর্শ করেনি।' পাশাপাশি, পিয়া শেয়ার করে নিয়েছেন, ছেলের ডাকনাম ও। ছেলের ডাক নাম তাঁরা দিয়েছেন, 'নডি'। 'নডি' আসলে একটি কার্টুন চরিত্র। দীর্ঘদিন আগেই বন্ধ হয়ে গিয়েছে সেই কার্টুন। নব্বইয়ের দশকের ছেলেমেয়েদের ছোটবেলা জড়িয়ে রয়েছে এই কার্টুন চরিত্রটির সঙ্গে। 'নডি' চরিত্রটির শরীরের থেকে মাথা অনেকটা বড়। সেই কথাও উল্লেখ করে দিয়েছেন পিয়া। জানিয়েছেন, ছোটবেলার সেই কার্টুনেরকথা মাথায় রেখেই তাঁরা ছেলের নাম রেখেছেন 'নডি'।

জুন মাসের মাঝামাঝিই পরমব্রত ও পিয়া ঘোষণা করেছিলেন, তাঁদের পরিবারে আসছে নতুন অতিথি। তবে থেকেই শুরু হয়েছিল অপেক্ষা। পরমব্রত ও পিয়া চেয়েছিলেন, তাঁদের সন্তান বড় হোক পাড়ার আবহে। সেই কারণেই তাঁরা বাড়িতে থাকছেন, কোনও ফ্ল্যাটে নয়। সন্তানকে নিয়ে অনেক আগে থেকেই অনেক পরিকল্পনা ছিল পরমব্রত ও পিয়ার। সেই পরিকল্পনা অনুযায়ীই তাঁরা একরত্তিকে বড় করে তুলছেন ধীরে ধীরে। এর আগে পিয়া একদিন ছবি শেয়ার করেছিলেন যে পরমব্রত একরত্তিকে কখনও আদর করছেন, কখনও খাইয়ে দিচ্ছেন। জনপ্রিয় নায়ককে বাবার দায়িত্ব পালন করতে দেখে অনুরাগীরা বেশ উচ্ছ্বসিতই হয়েছিলেন।

Continues below advertisement