কলকাতা: বিয়ের পরে মধুচন্দ্রিমায় বিদেশে গিয়েছিলেন তাঁরা। এবার, তাঁদের একসঙ্গে থাকার প্রথম বসন্ত। দোলের আগে, ছোট্ট ছুটি কাটাতে, পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) ও পিয়া চক্রবর্তীর (Priya Chakraborty)-র ঠিকানা এবার পুরুলিয়া। পলাশের দেশে একসঙ্গে সময় কাটাচ্ছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় বসন্তের ছুটিযাপনের সেই ছবি নিজেই শেয়ার করে নিয়েছেন পিয়া। অন্যদিকে, 'যে রাঁধে.. সে চুল বাঁধে..'। এই কথাটা বাংলায় বেশ প্রচলিত। সেই ছন্দ মিলিয়েই বলা যায়, 'যে গান গায়, সে ক্রিকেটও খেলে'। সোশ্যাল মিডিয়ায় অনুপম রায় (Anupam Roy) যে ভিডিওটি শেয়ার করে নিয়েছেন, তা দেখে মাথায় আসতে পারে এই লাইনটি। ছুটির দিন সকালে গান নয়, রেওয়াজ নয়, অনুপম রায় সময় কাটাচ্ছেন সবুজ মাঠে, ক্রিকেট খেলে। রবিবার, ছুটির দিনে অনুপমের এই ভিডিও যেন এক ঝলক হাওয়া। আজ সোশ্যাল মিডিয়ায় চর্চায় রইল কোন কোন পোস্ট? দেখে নিন আজকের সোশ্যাল মিডিয়ার সেরা পোস্টগুলি
ছুটির দিনে পলাশের শোভা দেখতে পুরুলিয়ায় পিয়া-পরমব্রত, সঙ্গে পরিবারও
বিয়ের পরে মধুচন্দ্রিমায় বিদেশে গিয়েছিলেন তাঁরা। এবার, তাঁদের একসঙ্গে থাকার প্রথম বসন্ত। দোলের আগে, ছোট্ট ছুটি কাটাতে, পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) ও পিয়া চক্রবর্তীর (Priya Chakraborty)-র ঠিকানা এবার পুরুলিয়া। পলাশের দেশে একসঙ্গে সময় কাটাচ্ছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় বসন্তের ছুটিযাপনের সেই ছবি নিজেই শেয়ার করে নিয়েছেন পিয়া। সোশ্যাল মিডিয়ায় আজ একগুচ্ছ ছুটি কাটানোর ছবি শেয়ার করে নিয়েছেন পিয়া। সেখানে পাশাপাশি দেখা যাচ্ছে পরমব্রত ও পিয়াকে। পরমব্রত একটি ক্যজুয়াল শার্ট পরেছেন। অন্যদিকে পিয়ার গলায় পলাশের মালা। পিয়া এই ছবি শেয়ার করে লিখেছেন, 'সপ্তাহান্তের পরিবারের জন্য সময়।' পিয়া ও পরমব্রতকে একসঙ্গে সময় কাটাতে দেখে, তাঁদের বন্ধুরা কমেন্টবক্স ভরিয়েছেন ভালবাসায়। পরমব্রত ব্যস্ত তাঁর অভিনয় ও পরিচালনার কাজে। অন্যদিকে পিয়াও মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন। তবে কাজ থেকে ফুরসত বের করে, পুরুলিয়ার পলাশের শোভা দেখতে গিয়েছিলেন তাঁরা দুজনেই। সঙ্গে পরিবারও। সদ্য, ফের শিরোনামে উঠে এসেছিল পরমব্রত ও পিয়ার সম্পর্ক। নেপথ্যে সঙ্গীতশিল্পী অনুপম রায়ের (Anupam Roy) বিবাহ। সম্প্রতি সঙ্গীতশিল্পী প্রশ্মিতা পালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অনুপম। একসময় অনুপম ও পিয়ার বৈবাহিক সম্পর্ক ছিল। তবে সেই সম্পর্কে বিচ্ছেদ টানেন তাঁরা। সোশ্যাল মিডিয়াতেই তাঁরা ঘোষণা করেছিলেন, এই বৈবাহিক সম্পর্ক থেকে বেরিয়ে আসবেন তাঁরা। তবে তাঁদের মধ্যে বজায় থাকবে বন্ধুত্ব। এরপরে পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পিয়া। সেই সময়ে অনুপম জানিয়েছিলেন, তিনি এই বিয়ে নিয়ে কিছুই জানতেন না। এর কিছুমাস পরেই অবশ্য প্রকাশ্যে আসে অনুপমের বিয়ের খবর। সেই সময়ে পিয়া জানিয়েছিলেন, এই সম্পর্ক নিয়ে আগে থেকেই অবগত ছিলেন তিনি। এমনকি বিয়ের খবর পেয়ে অনুপম ও প্রশ্মিতাকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। আপাতত অনুপম ও পিয়া দুজনেই ব্যস্ত নিজের নিজের জীবনে।
'এখনও নট আউট'... গায়ক নয়, রবিবাসরীয় সকালে ব্যাট হাতে ছক্কা হাঁকাচ্ছেন অনুপম
'যে রাঁধে.. সে চুল বাঁধে..'। এই কথাটা বাংলায় বেশ প্রচলিত। সেই ছন্দ মিলিয়েই বলা যায়, 'যে গান গায়, সে ক্রিকেটও খেলে'। সোশ্যাল মিডিয়ায় অনুপম রায় (Anupam Roy) যে ভিডিওটি শেয়ার করে নিয়েছেন, তা দেখে মাথায় আসতে পারে এই লাইনটি। ছুটির দিন সকালে গান নয়, রেওয়াজ নয়, অনুপম রায় সময় কাটাচ্ছেন সবুজ মাঠে, ক্রিকেট খেলে। রবিবার, ছুটির দিনে অনুপমের এই ভিডিও যেন এক ঝলক হাওয়া। সোশ্যাল মিডিয়ায় আজ একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন অনুপম রায়। সেখানে দেখা যাচ্ছে, একটি নীল টি-শার্ট পরে মাঠে দাঁড়িয়ে রয়েছেন অনুপম রায়। তাঁর হাতে ব্যাট, চোখে সেই চিরচেনা চশমা। নিজের ছন্দে ব্যাটিং করছেন অনুপম। একের পর এক বল পাঠাচ্ছেন বাউন্ডারির বাইরে। মুখে হাসি... দিব্যি অচেনা ছন্দে দেখা গেল গায়ককে। ক্যাপশানে অনুপম রায় লিখলেন, 'এখনও নট আউট'। সোশ্যাল মিডিয়ায় অনুপমকে অচেনা এই ছন্দে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরাও। সদ্য বিবাহ হয়েছে অনুপমের। সঙ্গীতশিল্পী প্রশ্মিতা পালের (Prashmita Paul)-এর সঙ্গে আইনি বিয়ে সেরেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজেই বিয়ের দিনের ছবি শেয়ার করে নিয়েছিলেন তিনি। এরপরে প্রশ্মিতা বিয়ের ছবি শেয়ার করলেও অনুপম বিয়ে সংক্রান্ত কিছু শেয়ার করে নেননি তিনি। বরং, শেয়ার করে নিয়েছেন গঙ্গার তলা দিয়ে মেট্রো সফরের ছবি। গঙ্গার তলা দিয়ে মেট্রো ছোটার প্রথম দিনই সেই মেট্র্রোয় সফর করেছিলেন অনুপম। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন অনুপম। অন্যদিকে আজ, সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন পিয়া চক্রবর্তী (Priya Chakraborty)। সেখানে দেখা যাচ্ছে, পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee) সঙ্গে পুরুলিয়া ঘুরতে গিয়েছেন তিনি। পিয়া অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। কিন্তু বর্তমানে পিয়া ও পরমব্রত বিবাহিত। অন্যদিকে অনুপমও সংসার করছেন প্রশ্মিতার সঙ্গে। দুজনেই এখন ব্যস্ত নিজেদের জীবন নিয়ে।