কলকাতা: টলিউড থেকে বলিউড, ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত পরিচালক অভিনেতা তিনি। কখনও কাজ করছেন টলিউডে, পরিচালনা বা অভিনয়, কখনও আবার অভিনয় করতে পাড়ি দিচ্ছেন আরব সাগরের পাড়ে। মুম্বইয়ে। একদিকে যেমন 'খাকি-দ্য বেঙ্গল চ্যাপ্টার' (Khakee The Bengal Chapter) ওয়েব সিরিজের জন্য প্রশংসিত হচ্ছেন তিনি, তেমনই মুক্তির অপেক্ষায় তাঁর নতুন বাংলা ছবি 'কিলবিল সোস্যাইটি' (Killbill Sociaty)। তবে এ তো গেল কাজের কথা, ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায় শুরু হতে চলেছে তাঁর। বাবা হতে চলেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। মা হতে চলেছেন স্ত্রী পিয়া চক্রবর্তী (Piya Chakraborty)।
বলিউডে পরিবারে সন্তান আসার অর্থই কাজ থেকে বিরতি নেন বাবা ও মা। সদ্য উদাহরণ হিসেবে ধরা যায়, দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও রণবীর সিংহের (Ranveer Singh)-এর কথাই। ছোট্ট দুয়া আসার আগে থেকেই কাজ থেকে বিরতি নিয়েছিলেন দীপিকা। দুয়া আসার পরে কাজ থেকে বিরতি নেন রণবীরও। দীপিকা বা রণবীর কেউই এখনও শ্যুটিং ফ্লোরে ফেরেননি। রণবীরের হাতে রয়েছে 'ডন ২'-এর মতো বড় প্রোজেক্ট। অন্যদিকে 'কল্কি'-র সিক্যুয়ালের শ্যুটিং আটকে রয়েছে দীপিকার জন্যই। তবু এই দম্পতি পরিকল্পনা করেছেন, এখন তাঁরা ছোট্ট দুয়াকেই সবচেয়ে বেশি সময় দেবেন। দুয়া একটু বড় না হলে, দীপিকা কাজে ফিরবেন না বলে ঠিক করেছেন। প্রায় একই কাজ করেছেন কিয়ারা আডবাণী (Kiara Advani) ও। মা হতে চলেছেন কিয়ারা। তাঁর রণবীরের সঙ্গে 'ডন ২' ছবিতে অভিনয় করার কথা ছিল। তবে অন্তঃসত্ত্বা হওয়ার পরে, এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন কিয়ারা। এই মুহূর্তে পরিবারই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে এখনও শ্যুটিং করছেন কিয়ারা। আগামী ছবির শ্যুটিংগুলো শেষ করে, তবেই বিরতি নেবেন কিয়ারা। ছোট্ট রাহা আসার আগে ও আসার পরে বেশ অনেকটা লম্বা সময় কাজ থেকে বিরতি নিয়েছিলেন রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্ট (Alia Bhatt) ও। এই একই পথে কি হাঁটবেন পরমব্রত ও?
এবিপি লাইভ বাংলাকে পরমব্রত জানিয়েছেন, তাঁর হাতে এখন পর পর কাজ ঠিকই, তবে তাঁর কাছে পরিবারও গুরুত্বপূর্ণ। পরমব্রতর কথায়, 'একটা নতুন সফর শুরু হচ্ছে। আমরা ভীষণ উৎসাহিত। অধীর আগ্রহে অপেক্ষা করছি নতুন সদস্য আসার জন্য়।' পরিবারের জন্য কাজের ব্যস্ততা সরিয়ে তিনিও কি কিছুটা বিরতি নেবেন? পরমব্রত জানিয়েছেন, মে মাসের মাঝামাঝি থেকে তিনি দেড় মাসের জন্য কাজ থেকে বিরতি নেবেন। ওই সময়ে তিনি হাতে কোনও নতুন কাজ নেবেন না। শ্যুটিং ও রাখবেন না। ওই সময়টা একেবারেই পরিবারের জন্য। স্ত্রী পিয়ার সঙ্গে সময় কাটাবেন তিনি। ততদিনে তাঁদের দুজনের পরিবার ৩ জন হয়ে যাবে যে।