কলকাতা: এর আগে, সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছিলেন, ফেডারেশনের সঙ্গে কোনওরকম আইনি সংঘাত আর বজায় রাখতে চান না তিনি। আর এবার, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা দিয়ে তিনি জানিয়ে দিলেন, ফেডারেশনের সঙ্গে যাবতীয় আইনি সংঘাত থেকে দূরে সরে এসেছেন তিনি। শুধু তাই নয়, এমনকি ভবিষ্যতেও আর ফেডারেশনের সঙ্গে নতুন করে কোনও দ্বন্দ্বে জড়াতে চান না তিনি। যদি কখনও কোনও সমস্যা তৈরি ও হয়, তাহলে সেটা আলাপ আলোচনার মাধ্যমেই সমাধান করবেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) এই সাফ বার্তা স্পষ্ট করে দিলেন, ফেডারেশনের কোনও কোনও আইনি মামলায় আর জড়িত নন তিনি।
প্রায় ১ বছর ধরে ফেডারেশনের সঙ্গে পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, সুদেষ্ণা রায়, ইন্দ্রনীল রায় চৌধুরী, বিদুলা ভট্টাচার্য, সুব্রত সেন ও আরও বেশ কয়েকজন পরিচালকদের একটি আইনি লড়াই চলে আসছে। বিষয়টি যেহেতু আদালতে গড়িয়েছে, সেই কারণে এ নিয়ে তেমন মন্তব্য করতে চাননি কোনও পক্ষই। শুধু আইনি লড়াই নয়, ২ পক্ষ বৈঠকে বসলেও, মেলেনি সমাধান সূত্র। এই মামলা থেকে বেশ কিছু পরিচালক ইতিমধ্যেই নিজেদের নাম তুলে নিয়েছেন। আর এবার সেই তালিকায় নাম লেখালেন অভিনেতা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে তিনি জানিয়েছেন, তিনি আগামীতে ফেডারেশনের সঙ্গে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে পারস্পরিক সম্পর্ক ভাল রেখে কাজ করতে চান। পরমব্রতর কথায়, 'বাকিদের কথা বলতে পারব না, তাঁরা যে যান নিজেদের সিদ্ধান্ত নেবেন। তবে আমি ব্যক্তিগতভাবে আর কোনও আইনি প্রক্রিয়ার সঙ্গে নিজেকে যুক্ত রাখছি না। বর্তমানেও রাখছি না, ভবিষ্যতেও রাখব না বলে সিদ্ধান্ত নিয়েছি। এই ইন্ডাস্ট্রিতে ২৫ বছর ধরে কাজ করার সূত্রে আমি জানি, এই ফেডারেশন একটা সুবৃহৎ পরিবার। পরিবারের মধ্যে কোনও ভুল বোঝাবুঝি হলে, সেটা আলাপ আলোচনার করেই মিটিয়ে নেওয়া শ্রেয়। আমার বলতে দ্বিধা নেই, গোটা বিষয়টাকে আদালত বা আইনি প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়তো কিছুটা হঠকারী ছিল। সঠিক ছিল না। কিছু ভুল তথ্য, কিছু ভুল বোঝা, কিছু ভুল ব্যাখ্যা কাজ করেছিল। ফেডারেশনের গুরুত্ব নিয়ে আমি সবসময়েই অত্যন্ত সচেতন ছিলাম। মতবিরোধের সময়েও আমি বলেছি, ফেডারেশন অত্যন্ত জরুরি। ফেডারেশনের যে গিল্ডগুলি রয়েছে, তাঁর যে সমস্ত সদস্যরা আমাদের সঙ্গে কাজ করেন, তাঁরা যে কতটা দক্ষ সেটা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে বর্তমানে ফেডারেশন যেমন সুসংবদ্ধভাবে কাজ করছে, সর্বোপরি ফেডারেশনের সভাপতি শ্রী স্বরূপ বিশ্বাসের পরিচালনায় গোটা ফেডারেশন যেভাবে সুসংগঠিতভাবে কাজ করছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আমি বলতে চাই, কলাকুশলীদের ভালর জন্য যে কাজটা হচ্ছে, সেটা প্রশংসার দাবি রাখে। ভবিষ্যতেও কখনও যদি মনে হয় কোনও কিছু নিয়ে আলাপ আলোচনার দরকার, কথা দিচ্ছি সেটা আলাপ আলোচনার মধ্যেই হবে অন্য কোনও পদ্ধতিতে নয়। ফেডারেশন দীর্ঘজীবী হোক, সকলের জীবন সমৃদ্ধিতে ভরে উঠুক।'