কলকাতা: বিদেশের মাটিতে 'ঘরে ফেরার গান' (Ghore Ferar Gaan)। মুক্তি পেল পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee), ইশা সাহা (Ishaa Saha) অভিনীত নতুন ছবির টিজার। গানের সুরে সম্পর্কের গল্প বলবে অরিত্র সেন (Aritra Sen)-এর নতুন এই ছবি।                                                                                                                                   


লন্ডন আই থেকে শুরু করে বিদেশের রাস্তাঘাট, ছোট্ট টিজারে ধরা খুঁটিনাটি। এই প্রথমবার পর্দায় জুটি বাঁধছেন পরমব্রত ও ইশা। এই ছবির চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন অরিত্র ও সৌমশ্রী। পরমব্রত ও ইশা ছাড়াও এই ছবিতে রয়েছেন গৌরব চট্টোপাধ্যায় (Gourav Chatterjee)।                                                                                                     


আরও পড়ুন: Tonic and Mahananda: গোয়া চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে 'টনিক' ও 'মহানন্দা', উচ্ছ্বসিত দেব-অরিন্দম             


গল্পের প্রেক্ষাপট লন্ডনে। ইশার চরিত্রের নাম তোড়া। কলকাতায় তোড়ার বিয়ে হয় ঋভুর সঙ্গে। কিন্তু এরপরে কাজের জন্য লন্ডনে চলে যেতে হয় তোড়াকে। আর সেখানেই তাঁর আলাপ হয় ইকবালের সঙ্গে। সুরে সুরেই যেন বাঁধা হয়ে যায় তাঁদের সম্পর্ক। ত্রিকোণ প্রেমের জটিলতা আর সম্পর্কের সমীকরণ নিয়েই এগিয়ে যাবে 'ঘরে ফেরার গান'-এর গল্প।