মুম্বই: ১৯৯৭ সালে 'পরদেশ' (Pardesh) ছবি দিয়ে নজরে আসেন বলিউড অভিনেত্রী মহিমা চৌধুরী (Mahima Chaudhry)। শাহরুখ খানের বিপরীতে অভিনয় করে দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নেন। সদ্যই জানা গেল, ক্যানসারে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী। স্তন ক্যানসার ধরা পড়েছে তাঁর। সম্প্রতি বলিউডের আর এক জনপ্রিয় তারকা অনুপম খের তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে মহিমা চৌধুরীর ক্যানসারের (Cancer) সঙ্গে লড়াইয়ের গল্প শেয়ার করলেন।


স্তন ক্যানসারে আক্রান্ত মহিমা চৌধুরী-


এদিন অনুপম খের (Anupam Kher) তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে বলিউড অভিনেত্রী মহিমা চৌধুরী তাঁর ক্যানসারের সঙ্গে লড়াই করার গল্প শেয়ার করছেন। ক্যানসারের সঙ্গে লড়াই করতে গিয়ে তাঁর চুল উঠে গিয়েছে। মারণ রোগের সঙ্গে লড়াইয়ের গল্প বলতে বলতে তাঁর চোখ জলে ভরে যায়। কীভাবে তিনি প্রথম জানলেন যে তাঁর ক্যানসার হয়েছে। তার পর চিকিৎসা, রোগের যন্ত্রণা সমস্ত কিছু নিয়ে কথা বলেন অভিনেত্রী। মহিমা চৌধুরীর ক্যানসারের সঙ্গে লড়াইয়ের গল্প শেয়ার করে অনুপম খের লিখেছেন, 'মহিমা চৌধুরীর ক্যানসার এবং মারণ রোগের সঙ্গে তাঁর লড়াইয়ের গল্প। এক মাস আগে আমি মহিমাকে ফোন করেছিলাম আমার ৫২৫তম ছবি 'দ্য সিগনেচার'-এ একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করার জন্য। আমাদের কথাবার্তাতেই জানতে পারি যে ও স্তন ক্যানসারে আক্রান্ত। আমাদের মধ্যে আরও অনেক কথাবার্তা হয়। ওর অ্যাটিটিউড বিশ্বের সমস্ত নারীকে আশা যোগাবে। ওর গল্প দুনিয়ার কাছে তুলে ধরার মধ্যযে একটা অংশ হতে চেয়েছিল মহিমা। ও আমাকে কৃতিত্ব দিচ্ছে এর জন্য। কিন্তু আমি জানি মহিমা তুমি আমার হিরো। বন্ধুরা, তোমরা তোমাদের ভালোবাসা, শুভেচ্ছা, আশীর্বাদ পাঠাও ওকে। যাতে ও আবার ওর নিজের কাজের জায়গায় ফিরে আসতে পারে। ও সমস্ত কিছুর জন্য তৈরি। ওর এই অসাধারণ মনের জোরের জন্য ওকে অনেক শুভেচ্ছা। সবাই প্রস্তুত ওর ফের কাজে ফেরার জন্য।।' মহিমা চৌধুরীর ক্যানসারের সঙ্গে লড়াইয়ের গল্পে চোখে জল সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য তারকাদের।



আরও পড়ুন - Pilu: হৃত্বিক-করিনার গানে নেচে নেট দুনিয়ায় ঝড় তুললেন পর্দার 'পিলু'


বলিউডে একাধিক ছবিতে অভিনয় করেছেন মহিমা চৌধুরী। 'দাগ- দ্য ফায়ার', 'পেয়ার কোই খেল নেহি', 'দিওয়ানে', 'কুরুক্ষেত্র', 'ধড়কন', 'বাগবান', 'লজ্জা' এবং আরও অনেক ছবিতে দেখা গিয়েছে তাঁকে। শেষবার মবিমা চৌধুরীকে পর্দায় দেখা যায় 'ডার্ক চকোলেট' ছবিতে। এটি মুক্তি পায় ২০১৬ সালে।