কলকাতা: অনুরাগীদের জন্য সুখবর। যাঁরা মনে করেছিলেন, 'হেরা ফেরি ৩' (Hera Pheri 3) 'বাবু ভাইয়া'-কে ছাড়া কিভাবে সম্ভব, তাঁদের এবার আর সেই ভাবনা করতে হবে না। কারণ ফের নতুন করে কাজ শুরু হচ্ছে 'হেরা ফেরি ৩'-র। আর সেখানে বাবু ভাইয়ার চরিত্রে দেখা যাবে পরেশ রাওয়া (Paresh Rawal)-কে। সম্প্রতি এই ছবি নিয়ে অক্ষয় কুমার (Akshay Kumar) ও পরেশ রাওয়ালের মধ্যে কিছু সমস্যা তৈরি হয়েছিল। তবে এখন সেই সমস্যার সমাধান হয়ে গিয়েছে। এর ফলে, সিনেমার সিক্যুয়েলে দেখা যেতে চলেছে পরেশ রাওয়ালকে
সম্প্রতি একটি পডকাস্টে পরেশ রাওয়াল জানিয়েছেন, অক্ষয় কুমারের সঙ্গে তাঁর কথা হয়েছে। তিনি 'হেরা ফেরি ৩'-তে ফিরতে রাজি হয়েছেন। পরেশ রাওয়ালের কথায়, 'অক্ষয় কুমারের সঙ্গে আমার আসলে কোনও সমস্যা নেই। বিবাদ মিটে গিয়েছে আমাদের মধ্য়ে। কিন্তু কোনও কাজ যদি দর্শকদের ভীষণ পছন্দ হয়, তখন সেই বিষয়টাকে অনেক সতর্কভাবে সামলাতে হয়।'
পরেশ রাওয়াল এই সিনেমা নিয়ে আরও বলেছেন, ‘জনতা আমাদের ভালোবাসা দিয়েছেন, সেটার তো একটা দায়িত্ব রয়েছে। আমাদের এটিকে কখনও হালকাভাবে নেওয়া উচিত নয়। তাঁরা মনে করেন, এটা আমাদের সেরা কাজ, এর জন্য আমরা ঋণী। আমার মনে হয়েছিল, সবার একসঙ্গে আসা উচিত এবং নিজেদের সেরাটা দেওয়া উচিত। এটাই ছিল একমাত্র চিন্তা। কিন্তু এখন সব ঠিক আছে। এটা তো ঠিক হতেই হত। আমাদের কিছু কিছু সমস্যা ছিল, যার সমাধানের আশু প্রয়োজন ছিল। সবশেষে, এতে জড়িত সবাই, প্রিয়দর্শন, অক্ষয় এবং সুনীল প্রত্যেকের কাজটা বোঝেন, ভালবাসেন এবং দীর্ঘদিন ধরে বন্ধু।’
ছবি করবেন না বলে টাকা ফিরিয়ে দিয়েছিলেন পরেশ রাওয়াল!
এই বছর মে মাসে পরেশ রাওয়াল ‘হেরা ফেরি ৩’ থেকে সরে দাঁড়িয়েছিলেন। এটাও শোনা গিয়েছিল যে অভিনেতা ১৫ শতাংশ সুদ সহ তাঁর ১১ লাখ টাকার সাইনিং অ্যামাউন্টও ফেরত দিয়েছিলেন। এরপর ফ্র্যাঞ্চাইজির রাইটস কেনা অক্ষয় কুমার তাঁর বিরুদ্ধে চুক্তিভঙ্গের মামলাও করেছিলেন। ‘হেরা ফেরি ৩’ থেকে পরেশ-এর বেরিয়ে যাওয়া নিয়ে অনুরাগী থেকে শুরু করে অনেক সেলিব্রিটি পর্যন্ত মন খারাপ করেছিলেন। ‘হেরা ফেরি ৩’ পরিচালনা করছেন প্রিয়দর্শন এবং ফিরোজ নাদিয়াওয়ালা ছবির প্রযোজক। পরেশ রাওয়ালের সঙ্গে সমস্যায় এই ছবির কাজ কিছুটা থমকে গিয়েছিল। ফের জোর কদমে কাজ শুরু হবে এই ছবির।