কলকাতা: অভিনেতা পরেশ রাওয়াল সম্প্রতি জানিয়েছেন যে ‘ঘাতক’ ছবির শুটিং-এর সময় হাঁটুর আঘাত থেকে সেরে উঠতে তিনি নিজের মূত্র পান করেছিলেন। তিনি ব্যাখ্যা করেছেন যে রাকেশ পান্ডে-র সাথে একটি দৃশ্যের সময় তিনি পায়ে আঘাত পেয়েছিল এবং তিন্নু আনন্দ এবং ড্যানি দেনজোংপা তাকে দ্রুত মুম্বাইয়ের নানাবতি হাসপাতালে নিয়ে যান। সেই সময়ে দ্রুত সুস্থ হওয়ার জন্য কী করেছিলেন তিনি? জানলে আপনার চোখ কপালে উঠবে।

পরেশ রাওয়াল জানিয়েছিলেন, তিনি নিজের মূত্র পান করেছিলেন

পরেশ রাওয়াল জানিয়েছিলেন, তিনি নিজের কেরিয়ার শেষ হওয়ার আশঙ্কা করেছিলেন। তিনি ভেবেছিলেন, আর তিনি উঠে দাঁড়াতে পারবেন না। অভিনয় করতে পারবেন না। তিনি আরও বলেছিলেন যে, প্রয়াত অ্যাকশন পরিচালক বীরু দেবগণ হাসপাতালে তাঁকে দেখতে এসেছিলেন। এবং দ্রুত সুস্থ হওয়ার জন্য তিনি নিজের প্রস্রাব পান করার পরামর্শ দিয়েছিলেন। সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে, পরেশ রাওয়াল বলেছেন,  'বীরু দেবগণ নানাবতী হাসপাতালে থাকাকালীন একবার এসেছিলেন। যখন তিনি জানতে পারলেন আমি সেখানে আছি, তিনি আমার কাছে এসে জিজ্ঞাসা করলেন আমার সঙ্গে কী হয়েছে? আমি তাঁকে আমার পা আঘাতের কথা বলেছিলাম।"

তারপর অভিনেতা বীরু দেবগণ তাঁকে কী পরামর্শ দিয়েছিলেন তা পরেশ রাওয়াল জানিয়েছেন। অভিনেতার কথায়, 'তিনি আমাকে সকালে প্রথম কাজ হিসেবে নিজের মূত্র পান করার পরামর্শ দিয়েছিলেন। সকল যোদ্ধারাই নাকি এটা করে। বীরু দেবগণ বলেছিলেন, 'এই কাজটা করতে পারলে জীবনে আর কখনও কোনও সমস্যার সম্মুখীন হবে না। তিনি আমাকে মদ্যপান না করার পরামর্শ দিয়েছিলেন। সেটা আমি বন্ধ করে দিয়েছিলাম। খাসি মাংস বা তামাক ও বন্ধ করেছিলাম। তিনি আমাকে নিয়মিত খাবার এবং সকালে মূত্র পান করার পরামর্শ দিয়েছিলেন'।

 

 

পরেশ রাওয়াল জানিয়েছিলেন, তখন তাঁর এমন অবস্থা ছিল যে, তাঁকে যদি তাকে মূত্র পান করতে হয়, তাহলে তিনি দ্বিতীয়বার ভাববেন না। তিনি সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন যে তিনি এই নিয়মটা নিষ্ঠা করে পালন করবেন। ৩০ দিন পর্যন্ত এই নিয়ম পালন করেছিলেন তিনি। এরপরে যখন চিকিৎসক পরীক্ষা করেন, রিপোর্ট আসে, তখনই হয় চমক। পরেশ রাওয়ালের যে চোট ছিল, তা সারতে অন্তত আড়াই মাস সময় লাগার কথা। কিন্তু পরেশ রাওয়াল মাত্র দেড় মাসেই সুস্থ হয়ে গিয়েছিলেন।

পরেশ রাওয়ালের আসন্ন ছবি

পেশাদার জীবনে, পরেশ রাওয়াল পরবর্তীতে প্রিয়দর্শনের আসন্ন হরর-কমেডি ‘ভূত বাংলা’ ছবিতে অক্ষয়কুমার এবং তাবু-র সাথে অভিনয় করবেন। তার ‘হেরা ফেরি ৩’ ছবিটিও রয়েছে, যেখানে তিনি অক্ষয়কুমার এবং সুনীল শেঠির সাথে পুনরায় অভিনয় করবেন।