কলকাতা: গত বছর মে মাসে শেষ হয়েছিল শ্যুটিং। তারপর টানা কয়েক মাসের পোস্ট প্রোডাকশানের কাজ শেষ করে এবার প্রেক্ষাগৃহে আসতে চলেছে তথাগত মুখোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত ছবি 'পারিয়া'। পথকুকুরদের নিয়ে অন্য এক গল্প বলবে তথাগতর এই ছবি। বুধবার ৩ জানুয়ারি মুক্তি পেল 'পারিয়া' (Pariah) ছবির টিজার। আর টিজার (Teaser Out) প্রকাশ্যে আসা মাত্র বিক্রমের (Vikram Chatterjee) লুক নিয়ে সাড়া পড়ে গিয়েছে অনুরাগীদের মধ্যে। জানা গিয়েছে ছবি মুক্তি দিনও। কবে প্রেক্ষাগৃহে আসছে 'পারিয়া'?


বুধবার নিজের সমাজমাধ্যমে 'পারিয়া'র টিজার পোস্ট করেন বিক্রম চট্টোপাধ্যায়। সঙ্গে ক্যাপশনে বিক্রম লেখেন, 'বঞ্চিতদের লড়াইয়ের ইতিহাস সবসময় রক্ত দিয়েই লেখা হয়'। এই টিজার পোস্ট করার সঙ্গে সঙ্গে তিনি সমাজমাধ্যমেই জানান যে আগামী ৯ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'পারিয়া'। ছবি মুক্তির দিন জানতে পেরেই উচ্ছ্বসিত অনুরাগী দর্শকরা।



টিজারে দেখা যায়, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। তার মধ্যে পিছন ফিরে দাঁড়িয়ে আছেন বিক্রম। তারপরই দেখা মেলে খাঁচায় বন্দি কুকুরদের। ক্যামেরা ক্লোজ আপে এলে দেখা যায় রক্ত মেখে ঘেমে দাঁড়িয়ে আছেন তিনি। কুকুরের মাংস কাটা থেকে দুর্ধর্ষ অ্যাকশন, রক্ত, অ্যাকশন সবটাই উঠে এসেছে এই ছবির প্রথম ঝলকে। কিন্তু কীভাবে আর কেন কুকুরদের জন্য এই লড়াইয়ে বিক্রম (Vikram Chatterjee) নামবেন সেটা স্পষ্ট নয়। 'পারিয়া' (Pariah) ছবির টিজারে (Teaser) একেবারে অন্যরকম লুকে ধরা দিলেন অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়। লুঙ্গি গেঞ্জি পরা ছোট করে কাটা চুলে একেবারে হিংস্র লুকে ধরা দিলেন তিনি। টিজারে এক ঝলক দেখা গিয়েছে শ্রীলেখা মিত্র, অম্বরীশ ভট্টাচার্যকেও।


পারিয়াদের (Pariah) কোনও ঘর নেই, আশ্রয় নেই,  পরিচয় নেই, শুধু একজন মানুষ আছে তাদের জন্য। যে তাদের হয়ে লড়াই করবে, বলবে 'যতটা রক্ত ওদের ঝরেছে, ততটাই রক্ত ঝরবে...'। ছবির প্রসঙ্গে পরিচালক তথাগত মুখোপাধ্যায় জানান, 'বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সময় আমি দেখেছি পথকুকুরদের কী বীভৎস অত্যাচারের মধ্যে দিয়ে জীবন কাটাতে হয়। আমার এই ছবি রাস্তার এই পশুদের প্রতি অবিচারের বিরোধিতার গল্প।'


ছবিটি প্রযোজনা করেছে প্রমোদ ফিল্মস এবং ড্রিমস অন সেল সংস্থা। ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee), অঙ্গনা রায় (Angana Roy) ও শ্রীলেখা মিত্র (Shreelekha Mitra), সৌম্য মুখোপাধ্যায় (Soumya Mukherjee) ও অম্বরীশ ভট্টাচার্য্য (Ambarish Bhattacharyya)-কে।     


আরও পড়ুন: OTT Update: জানুয়ারিতে প্রাইম ভিডিওয় মুক্তি পাবে একগুচ্ছ নতুন সিনেমা-সিরিজ, কী কী?