কলকাতা: অনেক দূরে, অধিবেশনে ব্যস্ত রাঘব চড্ডা (Raghav Chaddha)। রাজনীতিক তাঁর কাজে ব্যস্ত রয়েছেন বলে কি, তাঁর সঙ্গে দেখা করতে ইচ্ছে করবে না স্ত্রীর? দেখবেন না স্বামীকে? ঘরে বসেই তাই অধিবেশনের লাইভ স্ট্রিমিংয়ে চোখ রেখেছেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন সেই ভিডিও। 


রাঘব চড্ডা আর পরিণীতি চোপড়া বিয়ে সেরেছিলেন ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে। এর আগে, দিল্লিতে বাগদান সেরেছিলেন রাঘব ও পরিণীতি। তাদের প্রেম নিয়ে কখনোই প্রকাশ্যে মুখ খোলেননি রাঘব বা পরিণীতি কেউই। একেবারে বাগদানের পরে প্রকাশ্যে এসেছিলেন তাঁরা। একসঙ্গে। পরবর্তীকালে পরিণীতি একাধিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, রাঘবের সঙ্গে প্রথম প্রাতঃরাশের পরেই তিনি বুঝে গিয়েছিলেন যে তাঁর সঙ্গেই বাকি জীবনটা কাটাতে চান। রাঘব ও পরিণীতি দীর্ঘদিনের বন্ধু। তবে তাঁদের মধ্যে প্রেম খুব বেশি দিনের নয়। পরিচয় গড়াতেই প্রেমে পড়েন তাঁরা। তারপরে বিয়ে। 


বিয়ের পরে নিজের নিজের কেরিয়ারে ব্যস্ত হয়ে পড়েছিলেন রাঘব আর পরিণীতি। অভিনয়ের পাশাপাশি, পরিণীতি গানও গান। সদ্য়ই একটি স্টেজ শো করেছিলেন পরিণীতি। অন্যদিকে রাঘবও ব্যস্ত একের পর এক অধিবেশনে বা রাজনৈতিক কেরিয়ার নিয়ে। রাঘব কিছুদিন আগে অসুস্থ হয়ে বিদেশে ছিলেন দীর্ঘদিন। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। সেরে উঠে রাঘব যোগ দিয়েছেন অধিবেশনে।অন্যদিকে পরিণীতিও ব্যস্ত নিজের কেরিয়ার নিয়ে। 


কাজের কারণেই দুই তারকা এখন দুই জায়গায়। দেখা হওয়ার সুযোগ নেই তাঁদের। আর তাই, রাঘবকে সরাসরি দেখতে পরিণীতির ভরসা সংসদ অধিবেশনের লাইভ স্ট্রিমিং। সেখানে রাঘব বক্তৃতা দিচ্ছেন আর ল্যাপটপে সেই স্ট্রিমিংয়ে চোখ রেখেছেন পরিণীতি। ক্যাপশানে লিখেছেন, 'বিভিন্ন শো বিঞ্জ ওয়াচ করা থেকে শুরু করে সাংসদ টিভিতে রাঘবের স্পিচ দেখা। কে জানত আমি এমনটা কখনও করব। একমাত্র উপায় ওকে সরাসরি দেখার। অনেক দূরে থেকে'। সঙ্গে হ্যাশট্যাগে পরিণীতি যোগ করে নিয়েছেন লঙ-ডিসট্যান্স কথাটি। 


 






আরও পড়ুন: Ranojoy Bishnu: টানা ১২ ঘণ্টা শ্যুটিং, নর্দমার জলে গড়াগড়ি... কিসের জন্য এত কঠিন পরিশ্রম রণজয়ের?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।