উদয়পুর : বিয়ের ওড়নায় প্রেমের সাক্ষর। এই ট্রেন্ড সেট করেছিলেন রাজকুমার রাও  ও পত্রলেখা । পত্রলেখার বিয়ের ওড়নায় লেখা ছিল প্রেমের প্রতিশ্রুতি। প্রেমের পংক্তি লেখা ছিল বাংলা ভাষায় । এবার সেই ছোঁয়া পরিণীতি চোপড়ার বিয়ের সাজেও। পরিণীতির বিয়ের ওড়না খেয়াল করে থাকলে, তাঁর প্রেমের লাক্ষরটি চোখ এড়াবে না কারও। রবিবার বিয়ের পর সোমবার বিয়ের ছবি প্রকাশ্যে আনেন বলি-তারকা। সেখানেই একটি ছবিতে দেখা যায় পিছনদিকে ঘুরে দাঁড়িয়ে আছেন তিনি। আর মাটি ছুঁয়েছে তাঁর মাথার ওড়না। 


আর সেই ওড়নাতেই রয়েছে চমক। পরিণীতির (Parineeti Chopra ) বিয়ের পোশাক মণীশ মলহোত্রর ডিজাইন করা। বেইজ রঙের উপর শৌখিন কাজ নজর কেড়েছে। আরও বেশি নজর কেড়েছে । পরিণীতির বিয়ের সাজে আলাদা করে চোখ টেনেছে তাঁর লম্বা ওড়না ও হিন্দিতে সূচিকর্ম করে লেখা রাঘবের (Raghav Chadda ) নাম ! সেই সঙ্গে হাতভরে নয়, বরং তালুর অল্প অংশ জুড়েই ছিল গয়নার মতো ডিজাইন করা মেহেন্দি। 


মণীশও তাঁর ইনস্টাগ্রামে পরিণীতির ছবি পোস্ট করে লিখেছেন, অভিনন্দন, অনেক ভালবাসা এবং আশীর্বাদ 💞 পরিণীতি । মণীশ আরও লিখেছেন, বিয়ের পোশাকের জন্য এই রংটিই পছন্দ ছিল পরিণীতির, সেই সঙ্গে জ্যামিতিক ডিজাইন। সঙ্গে পান্নার গয়না।  


পরিণীতি রবিবার সকালে ইনস্টাগ্রামে তাঁর বিয়ের ছবিগুলি শেয়ার করেন। কেউ বলছেন তাঁর বিয়ের পোশাকের রং পার্ল হোয়াইট । আবার কখনও ছবিতে তা ধরা পড়েছে বেইজ রঙে। ছবি শেয়ার করে পরিণীতি লেখেন, "প্রাতঃরাশের টেবিলে প্রথম  আলাপ থেকেই, আমাদের হৃদয় জানত। অনেক দিন ধরে এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম.. অবশেষে মিস্টার অ্যান্ড মিসেস হতে পেরে ধন্য! একে অপরকে ছাড়া থাকতে পারছিলাম না .. আমাদের একসঙ্গে সারাজীবনের জন্য পথ চলা শুরু হল" 


আর রাঘবের  পোশাকের দায়িত্বে ছিলেন পবন সচদেবা। বিয়ের দিন তাঁর পরনে ছিল আইভরি রঙের শেরওয়ানি , মাথায় অফ হোয়াইট রঙা পাগড়ি। গলায় ছিল মুক্তোর মালা। চেনা পরিচিত চশমাটি নেই। বরবেশে রাঘবকে লাগছিল বেশ অন্যরকম।  


রবিবার উদয়পুরের লীলা প্যালেসে গাঁটছড়া বাঁধলেন পরিণীতি ও রাঘব। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সহ পরিবারের সদস্যরা হাজির ছিলেন বিয়ের রিসেপশনে। বিয়েতে হাজির ছিলেন কয়েকজন বন্ধু ও আত্মীয় পরিজনরা । ৩০ সেপ্টেম্বর রিসেপশন পার্টি দিচ্ছেন নবদম্পতি ।